বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে অগ্নিকাণ্ড, রোগীদের মধ্যে আতঙ্ক

by glmmostofa@gmail.com

বরিশাল প্রতিনিধি।। 

হঠাৎ করেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের  ডায়ালাইসিস ইউনিটের ভান্ডারকক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ মঙ্গলবার (৫ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আগুন লাগার খবরে হাসপাতালের সাধারণ রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক রোগীর স্বজনেরা ভর্তি থাকা রোগীদের  নিয়ে নিচে নিরাপদে চলে যান। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবার মাইকিং করে তাঁদের ওয়ার্ডে ফিরিয়ে আনা হয়।

ঘটনার খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর হাসপাতালের তৃতীয় তলার ডায়ালাইসিস ইউনিটের পাশের ভান্ডারকক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় ডায়ালাইসিস ওয়ার্ডে ১৮ জন রোগী ভর্তি ছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গে তাদের সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। পরে আগুন লাগার ঘটনা জানাজানি হলে পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীদের স্বজনেরা ভর্তি রোগীদের নিয়ে নিচে নেমে আসেন।

ফায়ার সার্ভিসের বরিশালের স্টেশন কর্মকর্তা রবিউল আল আমিন বলেন, ‘হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত দুটি ইউনিট নিয়ে দুর্ঘটনাস্থলে যাই এবং আগুন নেভাতে কাজ শুরু করি। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা তদন্ত করে বলা যাবে।’

এই বিষয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালটির পরিচালক এইচ এম সাইফুল ইসলাম বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করছেন তাঁরা। তবে অগ্নিকাণ্ডে ভান্ডারকক্ষের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com