বরগুনা হাসপাতালে ২৭ শয্যার এনআইসিইউ বিভাগ উদ্বোধন

by glmmostofa@gmail.com

বরগুনা প্রতিনিধি।। 

বরিশাল বিভাগের বরগুনার  ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ২৭ শয্যার এনআইসিইউ (নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র) বিভাগের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

পরে সংসদ সদস্য  গোলাম সরোয়ার টুকু হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেন।

এ সময় সভাপতির বক্তব্য সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু  বলেন, আমরা নতুন করে বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে সবাই একত্রে কাজ করতে চাই। সেবাদাতা এবং সেবা গ্রহণকারী সবাইকে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে।

তিনি বলেন, সমাজে কিছু মানুষ আছেন, যারা অনবরত কাজ করে যাচ্ছেন, কিন্তু স্বীকৃতি পাচ্ছেন না। আমরা সবাই যদি কাজ করি, চিকিৎসা সেবারমান ইনশাল্লাহ উন্নতি করতে পারব।

সভায় এ সময় বরগুনা জেলা প্রশাসক (ডিসি) মোহা. রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. ফজলুল হক, পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, তত্ত্বাবধায়ক বরগুনা জেনারেল হাসপাতাল ডা. নাজমুল আহসান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাসকিয়া সিদ্দিকাসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com