বরই খেয়ে রাজশাহীতে দুই বোনের মৃত্যু, যা বললো আইইডিসিআর

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

রাজশাহীতে বরই খাওয়ার পর অসুস্থ হয়ে দুই বোনের মৃত্যুর কারণ ‘মেনিনগোকক্কাল মেনিনজাইটিস’ রোগ বলে ধারণা করছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

রোববার (৩১ মার্চ) দুপুরে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৪ ফেব্রুয়ারি বরই খেয়ে অসুস্থ হয়ে মুনতাহা মারিশা (২) ও ১৭ ফেব্রুয়ারি মুফতাউল মাশিয়া (৫) নামের দুটি শিশুর মৃত্যু হয়। এর কারণ জানতে আইইডিসিআর টিম সেখানে যায় ও কিছু নমুনা সংগ্রহ করে। এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে সাসপেক্ট হিসেবে মেনিনগোকক্কাল মেনিনজাইটিস রোগে মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন আইইডিসিআরের বিশেষজ্ঞরা।

আইইডিসিআর পরিচালক আরও বলেন, বিভিন্ন বিশেষজ্ঞ নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। তাদের সিদ্ধান্ত মোতাবেক মেনিনগোকক্কাল মেনিনজাইটিস রোগে মৃত্যু হতে পারে বলে ধারণা করা হয়েছে। যেহেতু শিশু দুইটি মারা গেছে, এর চেয়ে বেশি  কিছু বের করা সম্ভব নয় বলেও জানান তিনি।

 

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com