বন্যার্তদের চিকিৎসাসেবা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্রদের মেডিকেল টিম

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

দেশের বিভিন্ন জেলায় বন্যার্তদের চিকিৎসাসেবায় ব্যস্ত সময় পার করছেন বৈষম্যবিরোধী ছাত্রদের মেডিকেল টিম। বুধবার এ তথ্য জানিয়েছেন মেডিকেল টিমের অন্যতম সমন্বয়কারী ডা. হাবিবুর রহমান সোহাগ।

তিনি জানান, গত শুক্রবার (২৩ আগস্ট) থেকে প্রতিদিন বন্যাদুর্গত ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও খুলনার বিভিন্ন এলাকায় চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সহযোগিতায় Doctors movement for justice group, CCR medical Academy, We the Dreamers, EMT, Platform, Doctors Welfare trust, Rhythm Bangladesh, synapse, axis সহ বেশ কিছু ডাক্তারদের গ্রুপ এতে সহায়তা করছেন। বর্তমানে বিভিন্ন অঞ্চলে ১২টি মেডিকেল টিম কাজ করছে।

বৈষম্যবিরোধী ছাত্রদের মেডিকেল টিমের অন্যতম সমন্বয়কারী ডা. হাবিবুর রহমান সোহাগ জানান, আগামী ১৫ দিন বন্যাদুর্গত এলাকায় ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com