নিজস্ব প্রতিবেদক।।
আবারও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান।
সোমবার (১ এপ্রিল) সকালে বিএসএমএমইউ কার্যালয়ে ডা. এবিএম আব্দুল হান্নানের হাতে নিয়োগপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, হল প্রোভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।
এর আগেও ২০১৬ সালেও বিএসএমএমইউর রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছিলেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান।
আব্দুল হান্নান ১৯৫৬ সালের পহেলা অক্টোবর নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮০ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নেন এবং ১৯৯০ সালে এফসিপিএস সার্জারিতে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাভ করেন।