ফরিদপুর সংবাদদাতা:
দেশে প্রতিবছর জরায়ুমুখ ও স্তন ক্যান্সারে প্রায় ১২ হাজার নারী মারা যায়। অথচ নারীদের এই ক্যান্সারের স্ক্রিনিং বিনামূলে দিয়ে থাকে সরকার। এরপরেও শুধুমাত্র সচেতনতার অভাবে প্রতিবছর নারীরা আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুবরণ করছে বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শনিবার সকালে ফরিদপুর জেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রোটারি ক্লাব অব ফরিদপুর নিউ নিউটনের আয়োজনে বিনামূল্যে স্তন-জরায়ু মুখ ক্যান্সারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোরে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় শতাধিক ৩০ বছরের ঊর্ধ্বে নারীদের বিনামূল্যে স্তন ও জরায়ু- মুখ ক্যান্সারের পরীক্ষা করা হয়।
রোটারি ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. সাবেরা খাতুন, প্রফেসর ডা. নাজমা হক, খন্দকার বদরুল হাসান, ডা. সেটা নূর নাহার এবং ক্লাবটির সাবেক সভাপতি ডা. মো. ইউনুস ও রাজ কুমার ঘোষ প্রমুখ।