ফরিদপুরে দুষ্কৃতিকারীদের হামলায় গুরুতর আহত অর্থোপেডিক সার্জন ডা. শাহীন

by glmmostofa@gmail.com

ফরিদপুর প্রতিনিধি।। 

ফরিদপুর মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডা. মো. শাহীন জোদ্দার দুষ্কৃতিকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন । মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সমন্বিত চিকিৎসকদের জরুরী অস্ত্রোপাচার করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ওয়ার্ড রাউন্ড শেষে সিড়ি দিয়ে নামার পথে উক্ত দুষ্কৃতিকারী জেড এম নার্সিং কলেজের ছাত্র মুত্তাকীন ভিকটিমকে ধাক্কা দেয় ও ভিকটিমের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। এই ঘটনার পর দুষ্কৃতিকারী মুত্তাকিনের মা সিনিয়র স্টাফ নার্স জোবাইদা গুলশানা ভিক্টিমের (ডা. মো. শাহীন জোদ্দার) সাথে বাদানুবাদে জড়িয়ে পড়েন। পরবর্তীতে ডা. শাহীন জোদ্দার হাসপাতাল বিল্ডিং থেকে নামার সময় মুত্তাকীন ও হেলমেট ও মুখোশ পরা ৫-৭ জন সন্ত্রাসী হকিস্টিক, রামদা এবং এস এস পাইপ দিয়ে মারাত্মকভাবে আহত করে। হামলাকারীরা ডা শাহীন জোদ্দারের মুখ, দাঁত ও মাথায় আঘাত করে। এরপর মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে জরুরিভাবে ভর্তি করা হয়।

ডা. মো. শাহীন জোদ্দারের জরুরি অপারেশন টিমে ছিলেন ডা. সানিয়াত জাহান খান, ডা জুবেরী ও ডা এম এম হাসানসহ অনেকে।

হামলার ঘটনার পর মেডিকেল শিক্ষার্থী, ইন্টার্ন ও চিকিৎসকদের প্রবল প্রতিবাদের মুখে একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। দুষ্কৃতিকারী মুত্তাকীনকে প্ররোচনাদানকারী হিসেবে তার মা সিনিয়র স্টাফ নার্স জোবাইদা গুলশানাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com