৬১
নিজস্ব প্রতিবেদক।।
প্রসব পরবর্তী জটিলতায় মাত্র ১৫ দিনের শিশু সন্তান রেখে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ডা. নিশাত তাসনীম চৌধুরী।
রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় মৃত্যুবরণ করেন তিনি( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ফেসবুক পেইজে তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিষ্ঠনটির তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন ডা. নিশাত তাসনীম চৌধুরী।
মেধাবী এ চিকিৎসকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠন । তার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।