প্যান্টের চেইন খুলে শিক্ষার্থীদের সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি: ওএসডি হাসপাতালের তত্ত্বাবধায়ক

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

দেশজুড়ে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের গালিগালাজ, প্রকাশ্যে প্যান্টের চেন খুলে দেখানো এবং অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমারকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে  মঙ্গলবার সকালে তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। আর বিকেলে তাকে বরিশাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুলেও (ম্যাটস) সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সহকারী সচিব (পার-২) এমকে হাসান জাহিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিম্নবর্ণিত কর্মকর্তাকে নামের পাশে কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।

জানা গেছে, গত রোববার ওই হাসপাতালে এসে কাঙ্খিত সেবা না পেয়ে কয়েকজন সেবাপ্রত্যাশী স্থানীয় বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী ও রোগীর স্বজনরা সোমবার দুপুরে হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. রতন কুমারের কাছে মৌখিক অভিযোগ করেন এবং অনিয়মের বিষয় নিয়ে প্রশ্ন করেন। আর অভিযোগ শুনেই তেলেবেগুনে জ্বলে উঠেন তত্ত্বাবধায়ক রতন কুমার। সহকর্মীদের সামনে অভিযোগকারীদের গালিগালাজ ও অশ্লীল আচরণ করতে থাকেন। একপর্যায়ে সহকর্মীদের সামনেই প্যান্টের চেন খুলে শিক্ষার্থীদের উদ্দেশে হম্বিতম্বি করতে থাকেন। সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় শিক্ষার্থী ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওই কর্মকর্তার ওপর বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তার দ্রুত পদত্যাগ ও শাস্তির দাবি করেন।

তার অশ্লীল আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় কর্মকর্তাদের জানান।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সিভিল সার্জন রামপদ রায় বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে বিষয়টি জেনে আমরা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেই। যার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে অভিযুক্ত রতন কুমারকে প্রথমে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। পরে বিকেলে বরিশালে বদলি করা হয়েছে।

আর ঘটনাটিকে ন্যক্কারজনক উল্লেখ করে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম বলেন, আজই তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের জেনারেল ডায়েরি লিপিবদ্ধ করা হচ্ছে। আগামীতে চাকরির বিধিমালা ও শাস্তি প্রবিধারা অনুযায়ী বিভাগীয় মামলা রুজু করা হবে। এরপর অন্যান্য ব্যবস্থাও পর্যায়ক্রমে নেওয়া হবে বলেও জানান তিনি।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com