পঙ্গু হাসপাতালে কমিটি গঠনকে কেন্দ্র করে চিকিৎসকদের মধ্যে উত্তেজনা ও হট্টগোল

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে  জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) বা পঙ্গু হাসপাতালে  দুই পক্ষের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। এ নিয়ে নিটোর পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. আবুল কেনানের কক্ষেও হট্টগোলের চেষ্টা করেছে একটি পক্ষ।

সোমবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, ২০ জানুয়ারি নিটোর পরিচালক ডা. আবুল কেনানকে প্রধান করে সোসাইটির ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আবুল কেনান বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব।

ওই কমিটির সদস্য সচিব করা হয় ড্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক (উন্নয়ন ও গবেষণা) ডা. মো. ইরফানুল হককে। এ ছাড়া কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন জামায়াত সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) নিটোর শাখা সভাপতি ডা. জহিরুল ইসলাম।

ওই দিন একই বৈঠকে ডা. ওয়াকিল আহমেদকে চেয়ারম্যান করে গঠন করা হয় ৩৮তম বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি কনফারেন্স আয়োজক কমিটি। এর সেক্রেটারি করা হয় ডা. মো. মিজানুর রহমানকে।

নিটোর সূত্রে জানা গেছে, সোমবার  দুপুরে কেনান-ইরফানুল পর্ষদের বিরুদ্ধে একটি কমিটি গঠন করার চেষ্টা করে ড্যাবের একটি পক্ষ। এর নেতৃত্ব দিচ্ছেন ডা. ওয়াকিল আহমেদ। সোমবার বেলা ১২টার দিকে তারা পরিচিতি সভাও আয়োজন করেন। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত না হওয়ায় সভা আয়োজনে ব্যর্থ হন তারা।

চিকিৎসকদের অভিযোগ, এ সময় আলোচনার জন্য নিটোর পরিচালকের কক্ষে গিয়ে হট্টগোলের চেষ্টা করেন ডা. ওয়াকিলের সমর্থকরা। পরে ড্যাব, এনডিএফ ও সাধারণ চিকিৎসকরা পরিচালকের কক্ষে প্রবেশ করলে পরিস্থিতি শান্ত হয়।

জানতে চাইলে ডা. আবুল কেনান  বলেন, ‘নিটোরে আমরা সোসাইটির কমিটি ঘোষণা করেছিলাম, এসময় আমাদের মাঝ থেকে দলছুট কিছু মানুষ (ডাক্তার) আরেকটা কমিটি ঘোষণা করেছে। কমিটির একটা গ্রুপ যারা দলছুট তারা আজকে নিটোরে কনফারেন্স রুমে একটা মিটিং আহবান করেছে। মিটিং করবে এ চিন্তায় তারা দলবল নিয়ে আমার এসে। তাদের সাথে উচ্চ বাক্য বিনিময় হয়েছে। এটি কোনভাবেই কাম্য ছিল না। উদ্ধত পরিস্থিততে আমি সোসাইটির সকল কাজ স্থগিত করেছি এবং দপ্তর ব্যবহার না করার জন্য বলেছি, যাতে কোন ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি না হয়। আমরা আলোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো। এই প্রত্যাশায় শেষ পর্যন্ত তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছে।’

অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা ছিলো কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অপ্রীতিকর ঘটনা বলতে, যখন কোন সিদ্ধান্ত এক পাক্ষিক হয়, সেক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা অস্বাভাবিক নয়। এই হাসপাতালে এক হাজার রোগী আছে। তাদের নিরাপত্তার কথা ভেবে আমি হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্তক অবস্থানে রেখেছি। কথা-কাটাকাটির একপর্যায়ে যাতে কোন খারাপ পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য পরিস্থিতি মোকাবিলায় আমাদের সচেতন থাকতে হয়েছে।’

ডা. আবুল কেনান বলেন, ‘এখানে এনডিএফ-ড্যাব যেই হোক না কেন, সবাই অর্থোপেডিক সোসাইটির সদস্য। সুতরাং সদস্যরা এখানে একত্রে মিলিত হবে, মতামত দিবে, তাদের সব জায়গায় অংশীদারিত্ব থাকবে এবং সম্মিলিত প্রচেষ্টাতে এই সোসাইটি চলবে। আমরা চেষ্টা করেছি, স্টেকহোল্ডারকে (অংশীজন) চারটি মূল পদের মধ্যে রেখে কমিটি গঠন ঘোষণা করতে। যাতে এই কমিটি সবার কাছে সমাদৃত হয়।’

তিনি আরও বলেন, ‘বিক্ষিপ্তভাবে যারা অসন্তুষ্ট রয়েছেন, তারই রেশ ধরে হয়তো আজকের এই ঘটনাটি ঘটেছে। এমন পরিস্থিতি অত্যন্ত বিব্রতকর। আলাপ আলোচনার মাধ্যমে যা ঘাটতি আছে, তা সমাধান করা উচিত। আমি আশা করছি, খুব শিগগিরিই বিষয়টির সুন্দর সমাধান হবে।’

অর্থোপেডিক সোসাইটির নেতারা বলছেন, ফ্যাসিবাদবিরোধী সকল অর্থপেডিক সার্জনের আলোচনার ভিত্তিতে নিটোর পরিচালক ডা.মো. আবুল কেনানকে আহ্বায়ক করে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির কমিটি গঠন করা হয়। ড্যাব এবং এনডিএফ উভয় সংগঠনই এই কমিটিকে স্বাগত জানায়। বিএনপি মিডিয়া সেলও কমিটির সংবাদ প্রকাশ করে।

এর আগে রোববার (২৬ জানুয়ারি) অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির কার্যালয় বন্ধ করেন ডা. আবুল কেনান। এক নোটিসে তিনি বলেন, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির কমিটি গঠনকে কেন্দ্র করে সদস্যদের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। এমতাবস্থায় কোনোরূপ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিটোরে অবস্থিত বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির অফিস বন্ধ থাকবে।

এছাড়াও নোটিসে একটি ঐতিহ্যবাহী বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠনের সদস্যদের এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়।

 

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com