নিজস্ব প্রতিবেদক।।
গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে যুক্তরাষ্ট্রের ৮ সদস্যের চিকিৎসকদল বাংলাদেশে এসেছেন। আর এই চিকিৎসক দল মঙ্গলবার থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোরে) বা পঙ্গু হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। আর বর্তমানে পঙ্গু হাসপাতালে ভর্তিকৃত ৯৬ জন আহতের চিকিৎসা দিবেন এই মার্কিন চিকিৎসক দল।
বুধবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে আসা ৮ সদস্যের বিশেষজ্ঞদের মধ্যে ৩ জন চিকিৎসক এবং ৩ জন ফিজিওথেরাপিস্ট রয়েছেন। আমেরিকান বিশেষজ্ঞ টিম আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নিটোরে চিকিৎসা সেবা দেওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের চিকিৎসক দলের।