নোভা আইভিএফ ফার্টিলিটিতে ১০০ টেস্টটিউব বেবির মাইলফলক স্পর্শ 

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

রাজধানীর পান্থপথে অবস্থিত  নোভা আইভিএফ ফার্টিলিটি সেন্টার আইভিএফ চিকিৎসা পদ্ধতিতে ১০০ টেস্টটিউব শিশু সফলভাবে ডেলিভারির মাইলফলক স্পর্শ করলো।

দেশের মানুষকে অত্যাধুনিক ইনফার্টিলিটি চিকিৎসা সেবা দিতে ২০১৯ সালে ঢাকার  পান্থপথে প্রতিষ্ঠিত হয় নোভা আইভিএফ ফার্টিলিটি সেন্টার। আর প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিক সাফল্যের ফলস্বরূপ সম্প্রতি ১০০ তম টেস্টটিউব বেবি জন্মগ্রহনের মাইলফলক স্পর্শ করলো প্রতিষ্ঠানটি।

জানা গেছে, অত্যাধুনিক চিকিৎসা সেবার সঙ্গে একদল বিশেষজ্ঞ চিকিৎসকের নিরলস পরিশ্রম দেশের ইনফার্টিলি চিকিৎসায় দেখাচ্ছে আশার আলো প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে নোভা আইভিএফ ফার্টিলিটি সেন্টারের চিকিৎসক ডা. হাসনাহেনা পারভিন বলেন, বাংলাদেশে শতকরা ১০ থেকে ১৫ শতাংশ রোগী বন্ধ্যত্ব সমস্যায় ভোগেন। বন্ধ্যাত্ব থেকে মুক্তি পেতে অনেক দম্পতি এখন আইভিএফ বা টেস্টটিউব চিকিৎসার দিকে ঝুকছেন। সেদিক বিবেচনায় আন্তর্জাতিক মানের টেস্টটিউব চিকিৎসা নিশ্চিত করতে বদ্ধপরিকর নোভা আইভিএফ ফার্টিলিটি সেন্টার।

নোভা আইভিএফ ফার্টিলিটির ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. দেলোয়ার হোসেন বলেন, সময়ের সাথে সাথে বাড়ছে আইভিএফ  চিকিৎসার চাহিদা। সেই চাহিদা পুরণে মানুষের আস্থার জায়গা হবে নোভা আইভিএফ ফার্টিলিটি সেন্টার।

 

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com