নীলফামারিতে অবৈধ ক্লিনিকে সিলগালা 

by glmmostofa@gmail.com

নীলফামারী প্রতিনিধি।। 

 

দীর্ঘদিন ধরে অবৈধভাবে চালু হওয়া  নীলফামারির কিশোরগঞ্জে সেবা ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ক্লিনিক সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান।

কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তানজিমুল মিল্লাত জানান, দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে সেবা ডায়াগনস্টিক সেন্টারটি পরিচালিত হচ্ছিল। দুপুরে ওই ক্লিনিকে গিয়ে অনুমোদন না থাকার সত্যতা পাওয়ায় যায়। পরে ভ্রাম্যমাণ আদালতকে খবর দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান এসে সেটি সিলগালা করেন।

এবিষয়ে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান বলেন, সেবা ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ক্লিনিকের অনুমোদন না থাকায় সিলগালা করা হয়েছে। আর কেউ যদি অনুমোদনহীনভাবে ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার চালায় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com