‘নিরপরাধ চিকিৎসকদের হয়রানি করলেও অপরাধীরা স্বপদে বহাল আছে’

সবাইকে ঐক্য থাকার আহবান

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

দেশে নিরপরাধ চিকিৎসকদের হয়রানি করা হলেও জুলাইয়-আগস্টের গণহত্যার সমর্থকদের স্বপদে বহাল রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ও এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে হত্যা মামলা থেকে ডা. সাদী বিন শামসের নাম প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এই মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) শহীদ ডা. শামসুল আলম খান মিলন সভাকক্ষে ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস অব বাংলাদেশ (ইউমব) এই কনফারেন্সের আয়োজন করে।

ডা. সাদীকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের ঘটনাকে ‘ভয়বাহ নিপীড়ন’ উল্লেখ করে ডা. আব্দুল ওহাব মিনার বলেন, ‘ডা. সাদী যে নিপীড়নের শিকার হলেন, তা কত ভয়াবহ, তা তিনি ছাড়া আমরা কখনো উপলব্ধি করতে পারব না। তিনি মানুষকে সেবা দিলেন, ঝুঁকি নিলেন; কথা ছিল তিনি পুরস্কৃত হবেন, কিন্তু তিনি শাস্তি পাচ্ছেন। তাহলে এটা কোন দেশ?’

এ সময় চিকিৎসক নিপীড়নে সোচ্চার হওয়া নিজেদের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি। বলেন, ‘আমাদের ঐক্য থাকতে হবে। যেকোনো চিকিৎসক যখন নির্যাতিত-নিপীড়িত হবেন, আমরা পাশে দাঁড়াবো। এই অনুভূতি না থাকলে প্রত্যেকেই নিগ্রহের শিকার হবে। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। ঐক্য যদি না থাকে, আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারব না।’

প্রেস কনফারেন্সে কারামুক্ত চিকিৎসক ডা. সাদী বিন শামসকে আইনগত সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন ডা. আব্দুল ওহাব মিনার।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকার ও সমর্থকদের পরিচালিত গণহত্যায় চিকিৎসকদের ভূমিকা প্রসঙ্গ তুলে তিনি বলেন, নিরপরাধ চিকিৎসকদের হয়রানি করা হলেও অপরাধীদের স্ব স্ব জায়গায় রেখে দেওয়া হয়েছে। তারা এখনও নিজ নিজ অফিস করছে। বিভিন্ন পদে তারা বহাল রয়েছে। তাদেরকে শাস্তিস্বরূপ বদলি করার দাবিও করেন ডা. মিনার।

এ সময় রাজনৈতিক ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘যারা ৫ আগস্টে বিজয়ী হয়েছেন, তারা ভেবেছেন ২৯ রমজান শেষ, আমরা এখন ঈদ করবো। ওই খুশিতে রাজনৈতিক নেতারা পরস্পর পরস্পরকে গালমন্দ করছেন। কিন্তু এখনও যে অনেক বাকি, তা আপনারা বুঝতে পারছেন না। আপনারা আওয়ামী লীগ চেনেন না, আওয়ামী লীগ কী জিনিস। ছাড়পোকা যেভাবে মারে, তারা ফিরলে ওইভাবে আমাদের মেরে ফেলবে বলেও উল্লেখ করেন তিনি।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com