‘নিজেদের সেরাটা দিতে পারলে দেশের স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন সম্ভব’

জাতির পিতার সমাধিতে বিএসএমএমইউর উপ-উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান জানিয়েছেন, শিক্ষা-গবেষণায় নিজেদের সেরাটা দিতে পারলে দেশের স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন সম্ভব।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা আমাকে একটা আশা-আকাঙ্ক্ষা থেকেই দায়িত্ব দিয়েছেন, আমি আমার সর্বোচ্চটা দিয়েই দায়িত্ব পালনের চেষ্টা করব। গবেষণায় যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে দেশের স্বাস্থ্যসেবারও আমূল পরিবর্তন ঘটবে।

শুক্রবার (২৬ এপ্রিল) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. আতিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী আমাকে চিকিৎসা শিক্ষার পাশাপাশি গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলেছেন। আমারও প্রত্যাশা শিক্ষা-গবেষণায় আমরা আরও ভালো কিছু করব। গবেষণায় আমাদের বরাদ্দ কিছুটা বেড়েছে, আমি চেষ্টা করব বরাদ্দটা আরও বেশি বাড়াতে। গবেষণা ছাড়া কোনো দেশের স্বাস্থ্যসেবা উন্নতি করতে পারে না।

বিএসএমএমইউ উপ-উপাচার্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হলো জাতির পিতার নামে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। আমরা এই প্রতিষ্ঠানটিকে বিশ্বের বুকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। আর সেই লক্ষ্য পূরণে আমাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. একেএম খুরশিদুল আলম, হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, সাবেক প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বিজয় কুমার পাল, বিএসএমএমইউ স্বাচিপের সদস্য সচিব ডা. মো. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো, সহযোগী অধ্যাপক ডা. হাসান শাহরিয়ার আহমেদসহ আরও অনেকে।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বোন শেখ রেহানার দীর্ঘায়ু কামনা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়।

এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে (মন্তব্য খাতা) জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। এরপর তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদি পৈতৃক বাড়ি ও বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানগুলো পরিদর্শন করেন।

প্রসঙ্গত, এর আগে অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান দুই মেয়াদে সফলভাবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন ও বক্ষব্যাধি (রেসপিরেটরি মেডিসিন) বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিশিষ্ট এই বক্ষব্যাধি চিকিৎসক আতিকুর রহমানের গ্রামের বাড়ি সিলেটে। তিনি ১৯৬৯ সালের ১৫ মে জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বক্ষব্যধির উপর এমডি এবং ২০১৪ সালে আমেরিকান কলেজ অফ চেস্ট ফিজিশিয়ান্স থেকে এফসিসিপি ডিগ্রি অর্জন করেন।

প্রথিতযশা বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমানের চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণায় রয়েছে অসাধারণ অবদান। অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান রোগীদের কাছে অত্যন্ত অমায়িক ও সজ্জন চিকিৎসক হিসেবে সুপরিচিত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবেও তিনি অত্যন্ত জনপ্রিয়। দেশি-বিদেশি জার্নালে বিভিন্ন সময়ে তার গুরুত্বপূর্ণ গবেষণা প্রকাশিত হয়েছে।

ব্যক্তিজীবনে তিনি দুই কন্যা সন্তানের পিতা। তার সহধর্মিনী ডা. কাজী রাহিলা ফেরদৌসি একজন বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক ।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com