নারী চিকিৎসককে যৌন হয়রানি : সোহরাওয়ার্দী হাসপাতালের ডাক্তার বরখাস্ত

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের যৌন হয়রানির অভিযোগে সার্জারি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে সাজাপ্রাপ্ত ওই চিকিৎসককে বদলির জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।
রোববার (১৩ এপ্রিল) দুপুরে হাসপাতালের পরিচালক ডা. শফিউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়, জনস্বার্থে তাকে অবিলম্বে চিকিৎসা সংশ্লিষ্ট সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরকে বদলির জন্য অনুরোধ জানানো হয়েছে।
একাধিক নারী চিকিৎসকের অভিযোগ, ডা. মেহেদী হাসান বেশ কিছুদিন ধরে হাসপাতালের একাধিক নারী চিকিৎসককে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। মোবাইলফোনে আপত্তিকর বার্তা পাঠানো ছাড়াও নানা অশালীন মন্তব্য করতেন। কখনও কখনও নারী চিকিৎসকদের স্পর্শ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি এসব প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাদেরকে অতিরিক্ত ডিউটি দেওয়া, মানসিক নির্যাতন করা এবং পেশাগতভাবে বিভ্রান্ত করার মতো পরিস্থিতিতে ফেলতেন ডা. মেহেদী হাসান।
এদিকে অব্যাহতি আদেশ দেওয়ার পর হাসপাতাল ত্যাগ করার সময় ডা. মেহেদী হাসানকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় হাসপাতাল প্রশাসন তাকে হেফাজতে নেয়। পরে আবারও ইন্টার্ন চিকিৎসকদের রোষের মুখে পড়েন তিনি। এক পর্যায়ে ভবিষ্যতে এমন কাজে জড়াবেন না বলে ক্ষমা চান এই চিকিৎসক। পরে সেনাবাহিনীর সহায়তায় তাকে বাসায় পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল পরিচালক ডা. শফিউর রহমান বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com