নানা আয়োজনে রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’- এর ২৭ বছরপূর্তি উদযাপন

by glmmostofa@gmail.com

ঢাবি প্রতিনিধি।।

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’-এর ২৭ বছরপূর্তি উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং বেলুন উড়িয়ে র‍্যালির উদ্বোধন করেন।

বাঁধন ফাউন্ডেশনের সভাপতি রকীব আহমেদ, বাঁধন কেন্দ্রীয় পরিষদের সভাপতি শামীম গাজী ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের সভাপতি শরিফ আহমেদ ও সাধারণ সম্পাদক মো. নূর উদ্দিনসহ বিভিন্ন জোনের নেতারা র‍্যালিতে অংশ নেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাঁধনের সদস্যরা সমাজে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাঁধনের এই দৃষ্টান্ত অনুসরণ করে মানবতার সেবায় এগিয়ে আসার জন্য উপাচার্য সবার প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হওয়া ‘বাঁধন’ ১৯৯৭ সাল থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। দেশের ৫৪টি জেলার ৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এই সংগঠনের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিচালিত হচ্ছে বলে জানা গেছে ।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com