নাক-কান-গলার জটিল অস্ত্রোপচার নরসিংদী সদর হাসপাতালে 

by glmmostofa@gmail.com

নরসিংদী প্রতিনিধি।। 

অত্যাধুনিক মেশিন দ্বারা নরসিংদী সদর হাসপাতালে নিয়মিত  নাক-কান-গলার জটিল অস্ত্রোপচার করা  হচ্ছে ।

আজ শুক্রবার (১৯ জানুয়ারি) নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে এমন তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নরসিংদী সিভিল সার্জন ডা. নুরুল ইসলামের তত্ত্বাবধানে এনেস্থেসিওলজিস্ট ডা. মো. আশরাফুল ইসলাম মামুন, ডা. সুদীপ সাহা আর ইএনটি কনসালটেন্ট ডা. সোহরাব হোসেন নিজ উদ্যোগে দেশ-বিদেশ থেকে প্রশিক্ষণ গ্রহণ করে এই হাসপাতালে ভর্তিকৃত রোগীদের বিশ্বমানের সেবা দিয়ে যাচ্ছেন। এছাড়াও ফেটে যাওয়া কানের পর্দা এন্ডোস্কপির সাহায্যে জোড়া লাগানোর মতো জটিল অস্ত্রোপচারও চলছে নরসিংদী সদর হাসপাতালে।

 

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com