নিজস্ব প্রতিবেদক।।
দেশের মেডিকেল কলেজগুলোতে এখনো অনেক শিক্ষকের ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেছেন, আমি নতুন করে কোনো নতুন মেডিকেল কলেজ খোলার পক্ষে না। শুধু সংখ্যায় মেডিকেল কলেজ হয়েছে এমন না মানসম্মত মেডিকেল কলেজ চাই।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আয়জিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি যদি কলেজের শিক্ষার্থীদের পড়াশোনাই না করাতে পারি তাহলে তারা ডাক্তার হয়ে যে চিকিৎসা করবে, সেখানে ঘাটতি থেকে যাবে। আমি কোয়ালিটির দিকে নজর দিতে চাই কোয়ান্টিটির দিকে না।
অনেক মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নেই এ বিষয়ে আপনি কি মনে করেন জানতে চাইলে তিনি বলেন, কোনোভাবেই চাইবোনা আমাদের শিক্ষার্থীরা ভালোভাবে শিক্ষা না নিয়ে ডাক্তার হোক। আমাদের মেডিকেল বিষয়টি শিখতে হলে রোগীর গায়ে পরীক্ষা করেই শিখতে হয়। যেসব প্রতিষ্ঠানে এ ব্যবস্থা নাই তা আমি কঠোরভাবে দেখবো।
এদিকে, সরকার সব ধরনের সরকারি হাসপাতালে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
সম্প্রতি জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি ৭১-এ স্বতন্ত্র সংসদ সদস্য এম নাসের শাহরিয়ার জাহেদীর নোটিশের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিশ্বের বিভিন্ন দেশে পেশাদার গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট তালিকাভুক্তির বিধান থাকলেও আমরা তাদের ভর্তির কাজ শুরু করিনি।
স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তরের অধীন বিভিন্ন পাবলিক ও বিশেষায়িত হাসপাতালে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টের মাত্র ৩৫টি অনুমোদিত পদ রয়েছে। যেখানে তাইওয়ানে প্রায় ৮ হাজার ৭৭০ ফার্মাসিস্ট, ফিলিপাইনে ৩ হাজার ৫০০ ও মালয়েশিয়ায় ৬ হাজার ৫১৪টি রয়েছে পদ রয়েছে।