দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে 

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

তিন দশকের বেশি সময় ধরে প্রাকৃতিক দুর্যোগে বছরে অন্তত ৬ হাজার ১৮৮ জনের মৃত্যু হয়। জলবায়ু পরিবর্তনের কারণে দেশের মানুষের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটছে। একইসঙ্গে

দেশে স্বাস্থ্যঝুঁকিকে তীব্রতর করে দিয়েছে। ডেঙ্গু, চিকুনগুনিয়া, কালাজ্বর, কলেরা, ডাইরিয়া, চিকেনপক্স, মাম্পস, অপুষ্টির মত রোগের জন্ম দিচ্ছে। পরিবর্তিত জলবায়ু প্যাটার্ন জলবাহিত এবং ভেক্টর-বাহিত রোগে অবদান রাখে, স্বাস্থ্যসেবা অবকাঠামোকে প্রভাবিত করে এবং ধরণ বদলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। গতকাল বুধবার বিকেলে রাজধানীর মহাখালী রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।  তারা বলেন, বন্যা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বন্যা,খরা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। ইউনিসেফের তথ্যমতে, ২০ জেলার ১৯ দশমিক ৪ মিলিয়ন শিশু জলবায়ু পরিবর্তনের কারণে উচ্চ স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হয়েছে। এছাড়াও দেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে ৩১ শতাংশ এবং দুর্যোগ-প্রবণ এলাকায় ২২ দশমিক ৯ শতাংশ শিশু মানসিক সমস্যায় ভুগছে। যা মানসিক স্বাস্থ্যের বিকাশে অন্তরায়।

আয়োজকরা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে স্বাস্থ্যের প্রভাব মোকাবেলায় মেডিকেল শিক্ষার্থীদের ক্ষমতায়নে ভূমিকা রাখতে সক্ষম হবে। এই উদ্যোগের লক্ষ্য হল মেডিকেল ছাত্র, ডাক্তার, অন্যান্য স্বাস্থ্য পেশাদার এবং অনুশীলনকারীদের সক্ষমতা বৃদ্ধি করে স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করা। উপরন্তু, এটি বর্তমান এবং প্রক্ষিপ্ত জলবায়ু-সম্পর্কিত ঝুঁকি থেকে মানব স্বাস্থ্যকে রক্ষা করার লক্ষ্যে কাজ করছে।

সেমিনারে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. তাহমিনা শিরিন, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম, এমআইএস বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমিন, প্ল্যানিং, মনিটরিং অ্যান্ড রিসার্চ বিভাগের লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. মাজহারুল ইসলাম, এল এন্ড এইচইপি বিভাগের লাইন ডাইরেক্টর ডা. মো. মিজানুর রহমান আরিফ, এএমসি বিভাগের লাইন ডাইরেক্টর ডা. মো. আবু জাহের এবং বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটির সভাপতি ডা. আসাদুর রহমান নবীন প্রমুখ উপস্থিত ছিলেন ।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com