দুর্নীতিবাজ লুটেরারা স্বাস্থ্য সেক্টরের সর্বত্র বুক ফুলিয়ে চলেছে: ডা. জাহিদ হোসেন

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামীলীগের ফ্যাসিস্ট দুর্নীতিবাজ লুটেরারা স্বাস্থ্য সেক্টরের সর্বত্র বুক ফুলিয়ে চলেছে। তাদের অপসারণ করে রাজনৈতিক বৈষম্যের শিকার  দক্ষ জনবল দ্রুত পদায়ন না করলে সেবা বঞ্চিত জনগণ ফুঁসে  উঠতে বাধ্য হবে।

বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে  আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালীতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আই এইচ টি) মিলনায়তনে ফার্মাসিস্ট সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন আহ্বায়ক নাসির আহম্মেদ রতন। বিশেষ অতিতি হিসেবে বক্তৃতা করেন ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মহাখালী শাখার সভাপতি ডা. মো. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক ডা. মাহবুব আরেফিন রেজানুর, এম-ট্যাব সভাপতি এ কে এম মুসা লিটন এবং মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব।

অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, আওয়ামী ফ্যাসীবাদী দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট জনগণের আন্দোলনের ফসল বর্তমান সরকার।সরকারের স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সেক্টরে পতিত আওয়ামী পদলেহী দুর্নীতিবাজরা বেপরোয়া ভাবে দাপিয়ে বেড়াচ্ছে। তাদের দ্রুত বিদায় না করলে সংক্ষুব্ধ জনগণ দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। রাজনৈতিক কারণে বৈষম্যের শিকার ও চাকরীচ্যুতদের যথাযোগ্য মর্যাদায় পদায়নের দাবি জানান তিনি।

ডা. জাহিদ হুসিয়ারী উচ্চারণ করে বলেন, স্বাস্থ্যের মহাপরিচালককে পাশ কাটিয়ে এ সেক্টরে সেচ্ছাচারিতা বরদাস্ত করা হবেনা। স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্ট এবং টেকনলোজিস্টদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন ডা. জাহিদ।

তিনি বলেন, তাদের উপযুক্ত মর্যাদা এবং প্রাপ্যতা না দিলে জাতি কাঙ্ক্ষিত সেবা পাবেনা।  এ জন্য তাদের  নিজেদেরও যথাযোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। এ সেক্টরের উন্নয়ণে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামলে গৃহীগ বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের কথা তুলে ধরেন তিনি।

অন্যানের মধ্যে বক্তৃতা করেন  বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদিকা, নার্সেস এসোসিয়েশনের সভাপতি জাহানারা সিদ্দিকী, এম-ট্যাব সিনিয়র যুগ্ম মহা সচিব কারা নির্যাতিত ও গুমের শিকার দবির উদ্দীন খান তুষার, মেডিকেল টেকনলোজিস্ট এ্যান্ড ফার্মেসী টিচার্স এসোসিয়েশন এর  সভাপতি হাফিজুর রহমান, মহাসচিব মোঃ আইনুল হক, ফিরোজ হোসেন,

ফার্মাসিস্ট অসিত কুমার ঘোষ,নাজমুল হুদা, হেলাল উদ্দীন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদযাপন পরিষদের সদস্য সচিব সিকদার মো. জসীম উদ্দিন। এম-ট্যাব মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব ফার্মাসিস্ট এবং টেকনলোজিস্টদের দশম গ্রেড বাস্তবায়ন, দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা প্রদান, শূন্য পদ পুরণ,বিএসসি কোর্স পুনরায় চালু এবং পৃথক পরিদপ্তর গঠন সহ বিরাজমান সমস্যা  অবিলম্বে সমাধানের যৌক্তিকতা তুলে ধরেন। সমস্যা সমাধানে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com