ঢামেক: চিকিৎসকের আক্রোশ থেকে রক্ষা পেলেন না মানসিক রোগীও

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

দেশের সবচেয়ে বড় হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)। এ হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসককে চড় মারার অভিযোগে এক মানসিক রোগীকে বেধড়ক পেটানো হয়েছে। শুধু পিটিয়ে ক্ষান্ত হয়নি ওই চিকিৎসক ও হাসপাতালের কর্মচারীরা। এক ঘণ্টারও বেশি সময় বন্ধ রাখা হয় হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সব ধরনের সেবা। পরে আরিফ হোসেন নামে ওই যুবককে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। অথচ মানসিক সমস্যার কারণে উল্টাপাল্টা কাজ করতে থাকায় চিকিৎসকের কাছে নিয়ে এসেছিলেন ওই যুবকের পরিবার। সেই চিকিৎসকই চিকিৎসার বদলে থাপ্পড় খাওয়ার প্রতিশোধ নিতে দলবল নিয়ে বেধড়ক মারধর করেন।

সংশ্লিষ্টরা বলছেন, একজন মানসিক রোগীর প্রতি চিকিৎসকের এমন আক্রোশ খাটানো কাম্য নয়। হিতাহিত জ্ঞান ঠিক থাকলে ওই রোগী এমনটা করতেন না। এদিকে মানসিক রোগী আরিফের পরিবার ওই চিকিৎসকের পা ধরে মাফ চাইলেও কোনো লাভ হয়নি। এমনকি মানসিক সমস্যার দিক বিবেচনা করে আইনগত ব্যবস্থা না নেওয়ার অনুরোধ করলেও কর্ণপাত  করেননি ওই চিকিৎসক।

শুক্রবার (২৭ জুন) বিকাল ৫টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে এই ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, জরুরি বিভাগের (রুম-৪) নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. মনিমুল আহমেদের গালে চড় মারে ওই যুবক। এরপর আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসে। পরবর্তীতে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযুক্ত আরিফের বাবা মো. তাজউদ্দিন জানান, তারা থাকেন নারায়ণগঞ্জ ফতুল্লার কাশিমপুর খিলমার্কেট এলাকায়। ওই এলাকায় একটি ছাপাখানায় কাজ করত আরিফ। কিন্তু কয়েক মাস আগে তার মানসিক সমস্যা দেখা দেয়। স্থানীয় হাসপাতালে চিকিৎসা  নিচ্ছিল। এর মধ্যে সপ্তাহখানেক আগে, ফতুল্লা শান্তিনগর এলাকায় সোহেল নামে এক লোক রাস্তায় দেখা হলে আরিফকে তার কাছে ডাকে। তখন আরিফের অস্বাভাবিক আচরণে ক্ষিপ্ত হয়ে তাকে কয়েকজন মিলে ব্যাপক মারধর করে। এরপর ঠিকমত হাঁটতেও পারছিল না আরিফ। এজন্য চিকিৎসা নিচ্ছিল নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে।

তিনি আরও জানান, ওই হাসপাতালের চিকিৎসকরা তার মাথার একটি সিটি-স্ক্যান করাতে এবং ভালো হাসপাতালে চিকিৎসকের কাছে নিয়ে যেতে বলেন। এ জন্য আরিফকে নিয়ে তারা ঢাকা মেডিকেলে আসেন। তবে জরুরি বিভাগে টিকেট কেটে ৪ নম্বর রুমে ঢুকার পর চিকিৎসক যখন চানতে চান, তারা কোথা থেকে এসেছেন; ঠিক তখনই আরিফ হুট করেই ওই চিকিৎসকের গালে চড় মেরে বসে।

অভিযুক্ত আরিফের মা শিল্পী বেগম বলেন, আমার ছেলের মাথায় সমস্যা। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সে অন্যায়ভাবে ডাক্তারের গায়ে হাত তুলেছে। কিন্তু ডাক্তাররা এরপর আমার ছেলেকে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভেতর অনেক মারধর করেছে। মাটিতে ফেলে লাথি দিয়েছে। আমরা ডাক্তারদের পা ধরে মাফ চেয়েছি। তারপরও মেরেছে এবং মানসিক সমস্যাকে বিচেনায় নেয়ার অনুরোধ জানালেও থানাপুলিশের কাছে হস্তান্তর করেছে।

এদিকে এই ঘটনার পর জরুরি বিভাগে প্রায় এক ঘণ্টা নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকদের চিকিৎসাসেবা দিতে দেখা যায়নি। এ বিষয়ে নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. মনিমুল আহমেদের বক্তব্য পাওয়া যায়নি। তবে হাসপাতালে জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) মোস্তাক আহমেদ বলেন, পরিবারের সঙ্গে চিকিৎসা নিতে আসা এক রোগী কর্তব্যরত চিকিৎসকের গায়ে হাত তুলেছে। এই ঘটনার পরে পরিবার থেকেই জানা যায় ওই যুবক রোগী, মানসিক সমস্যা ভুগছে। কিন্তু পরিবারের লোকজন রোগীর মানসিক সমস্যার সম্পর্কে আগেই বলা উচিত ছিল। তার মানসিক সমস্যা আছে এবং লোকজনদের প্রায় সময় মারধর করে তাহলে চিকিৎসক সতর্ক হয়ে যেত। যদি সেই রোগীর মানসিক সমস্যা থেকে থাকে তাহলে এসব রোগী কখন কী করে বসে বোঝা বড় মুশকিল। ধরেন এই রোগী যদি আমাদের চিকিৎসকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বসত তখন কী হতো? বিষয়গুলো নিয়ে হাসপাতালে পরিচালকের কথা হয়েছে এবং চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আবারও আলাপ হয়েছে।

শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, চিকিৎসককে চড় মারার অভিযোগে আরিফ হোসেন নামে এক যুবক আমাদের হেফাজতে আছে। প্রাথমিক কথাবার্তায় মনে হয়েছে, সে মানসিকভাবে সুস্থ নয়। এরপরও সে মানসিক রোগী কি না- সেটি আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। কারণ তার পরিবার মানসিক রোগের কোনো সনদ আমাদের দেখাতে পারেনি।

যুবকটি সত্যি মানসিক রোগী হলে চিকিৎসককে থাপ্পড় মারা অপরাধ বলে গণ্য হবে কি না? এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এ ঘটনায় ঢামেক হাসপাতাল উত্তপ্ত হয়ে উঠেছিল। ফলে হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আমার উপায় নেই। আর যদি কেউ অভিযোগ না করে সে ক্ষেত্রে ঊর্ধ্বতনদের সঙ্গে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।

 

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com