ডেন্টাল সোসাইটি: ইসি গঠনে ৭ সদস্যের সার্চ কমিটি 

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।
সর্বজনগ্রাহ্য একটি নির্বাচন কমিশন (ইসি) গঠনে সাত সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করেছে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি (বিডিএস)। এর আগে সমালোচনার মুখে ইসি গঠনের পরিপত্র বাতিল করে বিডিএস।
সোমবার সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশের সকল ডেন্টাল সার্জনদের দৃষ্টি আকর্ষণ করছি। ডেন্টাল সোসাইটি নির্বাচন নিয়ে উদ্ভূত পরিস্থিতির আলোকে সার্চ কমিটি তৈরির জন্য ৬ অক্টোবর সকাল নয়টায় প্রফেশনের সিনিয়র ডেন্টাল সার্জনদেরকে নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় সর্বসম্মতিক্রমে সার্চ কমিটি গঠনের জন্য নাম আহ্বান করা হয়েছে।
কমিটির সদস্য নির্বাচনের বিষয়ে বলা হয়, অনেক যাচাই-বাছাই করে প্রস্তাবিত নাম থেকে আমরা দেশের সকল ডেন্টাল সার্জনদের পক্ষ থেকে ডেন্টাল সোসাইটির নির্বাচন পরিচালনা করার জন্য একটি নির্বাচন কমিশন গঠন করার লক্ষ্যে সার্চ কমিটি গঠন করেছি। আশা করি, এই সার্চ কমিটি খুব শিগগিরই একটি নিরপেক্ষ নির্দলীয় এবং সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন কমিশন গঠন করবে।

সার্চ কমিটির ৭ সদস্য হলেন— অধ্যাপক ডা. মোহাম্মদ আশরাফ হোসেন, অধ্যাপক ডা. নাসির উদ্দিন, ডা. মো. জোবাইদুল আলম তালুকদার, ডা. উম্মে কুলসুম রোজি, ডা. মাহফুজুর রায়হান, ডা. তৈয়বুর রহমান শিকদার ও ডা. আব্দুল্লাহ খান।
এর আগে সমালোচনার মুখে গঠনতন্ত্র পরিপন্থী উপায়ে গঠিত নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্র বাতিল করেন বাংলাদেশের ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কাসেম। একইসঙ্গে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে সার্চ কমিটি গঠনে তিনি  সুপারিশ করেন।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com