ডেঙ্গুর ‘উচ্চ ঝুঁকি’তে ঢাকার ৫৬টি ওয়ার্ড

এবছর  ডেঙ্গুতে ৪০৯ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪ হাজার ছাড়ালো

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

কোনভাবেই থামছেই না ডেঙ্গুর দাপট। বরং দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। একইসঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। স্বাস্থ্য অধিদফতরের এক জরিপে দেখা গেছে, রাজধানী ঢাকার দুই সিটির ৫৬টি ওয়ার্ড  ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রয়েছে। যা ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার লার্ভার ঘনত্বের পরিমাণ নির্দিষ্ট মানদণ্ডের চেয়ে বেশি।

বুধবার (৪ ডিসেম্বর)  সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত ‘মনসুন এডিস সার্ভে-২০২৪’ এর ফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের সূচককে ‘ব্রুটো ইনডেক্স’ বলা হয়। মশার লার্ভার ঘনত্ব ২০ শতাংশের বেশি হলে কোনো অঞ্চল ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে বিবেচনা করা হয়।

জরিপের ফল প্রকাশ করেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জরিপে দেখা যায়, রাজধানীর দুই সিটির ৯৯টি ওয়ার্ডের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৫টি- মোট ৫৬টি ওয়ার্ডে ব্রুটো ইনডেক্স ২০ এর বেশি। অর্থাৎ এসব এলাকার ১০০টির মধ্যে ২০টির বেশি পাত্রে মশার লার্ভা পাওয়া গেছে। এসব এলাকা ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে।

এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা ওয়ার্ডগুলো হলো -৩৮, ৯, ৩০, ৭, ৮, ১৮, ২৫, ২৮, ৩৬, ৩৭, ১ ও ১৯। আর দক্ষিণ সিটি করপোরেশনের ঝুঁকিতে থাকা ওয়ার্ডগুলো হলো ৪৭, ৫৩, ৬১, ৫০, ২, ১৬, ২৬ ও ৩৬। এর বাইরে বাকি ওয়ার্ডগুলোর বিষয়ে স্পষ্ট করেনি স্বাস্থ্য অধিদফতর।

আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন ডেঙ্গু রোগের বাহকের কীটতাত্ত্বিক জরিপের ফলাফল উপস্থাপন করে জানান যে, জলবায়ু পরিবর্তেনর কারণে অন্যান্য বছরের তুলনায় এ বছর ডেঙ্গুর প্রাদুর্ভাবের মেয়াদ অনেক বেশি। অন্যান্য বছরে জুন-অক্টোবর পর্যন্ত ডেঙ্গু বলবৎ থাকলেও এ বছর ডিসেম্বর মাস শুরু হলেও এখন পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব বিদ্যমান।

 তিনি জানান, এ প্রাদুর্ভাব মোকাবিলার লক্ষ্যে ঢাকার দুই সিটির মধ্যে একটি জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়। এই জরিপে ঢাকা দক্ষিণ সিটির ৭৫টি ভেতরে ৫৯টি তে এবং ঢাকা উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডের মধ্যে ৪০টি ওয়ার্ডে অর্থাৎ দুটি সিটির মোট ৯৯টি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে তথ্যাদি সংগ্রহ করা হয়। এই জরিপে ঢাকা উত্তর সিটির চেয়ে আনুপাতিক হারে দক্ষিণ সিটিতে ডেঙ্গু সংক্রমণের হার বেশি। ঢাকাস্থ সব হাসপাতালেই ডেঙ্গু রোগীর চাপ রয়েছে। তিনি আরও বলেন,  বেসরকারি পর্যায়েও বারডেম হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল, সেন্ট্রাল মুগদা হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল উল্লেখযোগ্য। ঢাকা ছাড়াও অন্যান্য জেলারও অনেক ডেঙ্গু রোগী ঢাকাতে চিকিৎসা গ্রহণ করে। সে কারণে ঢাকাতে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি পরিলক্ষিত হয়।

সভায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান বলেন, সচেতনতাই ডেঙ্গু নিয়ন্ত্রণের মূল মন্ত্র। আমরা সবাই জানি, কোথায় মশা উৎপত্তি হয়, কীভাবে ছড়ায়, কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু আমরা কেউ নিয়ম মানতে, সচেতন হতে রাজি নই। এটাই ডেঙ্গু বিস্তারে মূল সমস্যা। আমাদের অসচেতনতাই ডেঙ্গু মশা বিস্তারের মূল কারণ। আমরা একে অন্যকে দোষারোপ করি-কিন্তু মশার কামড় সবাই ভোগ করি। কাউকে দোষারোপ না করে ডেঙ্গু মশা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, যার যার অবস্থান ও কর্মস্থল থেকে আমরা সবাই যথাসাধ্য চেষ্টা করি- তবেই এ মহামারি থেকে আমরা রক্ষা পেতে পারি।

সভায় ডেঙ্গুর উৎপত্তি ও নিরাময়ের বিষয়ে  সম্মিলিতভাবে গৃহায়ন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, দুই সিটি কর্পোরেশন যৌথভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়। একইভাবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে আহবান জানানো হয়।

এদিকে, দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। আর বুধবার ডেঙ্গুতে নতুন করে আরও ৬২৯ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগের দিন মঙ্গলবার  ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিলেন ৬২৯ জন। এই নিয়ে ডিসেম্বর মাসের চারদিনে  ডেঙ্গুতে মোট মৃত্যু হলো ২১ জনের এবং আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৪৫  জন । এছাড়া সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫০৯ জনে এবং মোট আক্রান্ত হলো ৯৪ হাজার ৩১৪ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ডেঙ্গুতে গত নভেম্বর মাসে  মোট মৃত্যু হয়েছিল ১৭৩ জনের এবং আক্রান্ত হয়েছিলেন ২৯ হাজার ৬৫২ জন। তার আগের মাসে অক্টোবরে মোট আক্রান্ত হয়েছিলেন ৩০ হাজার ৮৭৯ জন এবং মোট মৃত্যু হয়েছিল ১৩৫ জনের।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলায় হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন দুই হাজার ৪৩১ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি  ৯৭৩ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ১ হাজার ৪৫৮ জন রোগী।

 

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com