‘ডিঙ্গা ডিঙ্গা’ নামে উগান্ডায় নতুন ভাইরাসের সংক্রমণ শুরু

by glmmostofa@gmail.com

নিউজ ডেস্ক।। 

আফ্রিকার দেশ উগান্ডায় প্রাণঘাতী করোনার নতুন এক ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। এই  ভাইরাসের নাম ‘ডিঙ্গা ডিঙ্গা’। ভাইরাসটিতে আক্রান্তরা খুব দুর্বল হয়ে পড়েন। এমনকি অবস্থা ভয়াবহ হলে দেহ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে। এ নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

প্রতিবেদনে বলা হয়েছে, উগান্ডার বুন্দিবুগিও জেলায় নতুন এই ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। এর নাম ‘ডিঙ্গা ডিঙ্গা’ ভাইরাস। স্থানীয় এ শব্দের অর্থ ‘নাচের মতো শরীর নড়াচড়া করা’। এরই মধ্যে প্রায় ৩০০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বেশিরভাগই নারী ও শিশু। এই ভাইরাসে আক্রান্ত হলে জ্বর আসে এবং দেহ কাঁপতে কাঁপতে নাচের মতো অবস্থা হয়।

তবে এখন পর্যন্ত এই ভাইরাসে কেউ মারা যায়নি। এমনকি এটি ছোঁয়াচে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে এই ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় বিশেষ অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। ইতোপূর্বে ফ্রান্সে ১৫১৮ সালে প্রায় একইরকম সংক্রমণ দেখা যায়। এই ডিঙ্গা ডিঙ্গার মতোই লক্ষণ ছিল ওই রোগের। সম্প্রতি কঙ্গোতেও এমন ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। সূত্র: আফ্রিকা বিজনেস ইনসাইডার।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com