টাকা অভাবে চীনা মেডিকেলের বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

ঢাকার  মালিবাগের একটি বাসা থেকে চীনের একটি বেসরকারি মেডিকেলের বাংলাদেশি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম এইচ এম রায়হান আহাদ (২৩)।

শনিবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রায়হানকে হাসপাতালে নিয়ে আসেন তাঁর সঙ্গে একই বাসায় থাকা ডা. রেজা। তিনি গণমাধ্যমকে বলেন, মালিবাগের একটি ফ্ল্যাটে পাশাপাশি কক্ষে থাকতেন তারা। রায়হান চীনের একটি বেসরকারি মেডিকেল কলেজে লেখাপড়া করতেন। করোনার সময়ে তিনি দেশে চলে আসেন। পরবর্তীতে অনলাইনে ক্লাস করতেন।

ডা. রেজা আরও জানান, কয়েকদিন আগে ওই মেডিকেল কর্তৃপক্ষ চীনে যেতে বলায় রায়হান হতাশ হয়ে পড়েন। কারণ পারিবারিক অসচ্ছলতার কারণে তার পক্ষে চীনে যাওয়া সম্ভব ছিল না। বেশ কয়েক মাস ধরে তিনি রাজধানীর বেসরকারি মেডিকেলে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছিলেন। কিন্তু এতেও অনেক টাকা লাগবে বলে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

তিনি জানান, আজ সন্ধ্যার দিকে সে শুয়ে ছিলেন রায়হান। কিছুক্ষণ পরে তারা সাড়াশব্দ না পেয়ে তাকে ডাকাডাকি করেন। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি দিয়ে গলায় পেঁচিয়ে ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com