জাতীয় হৃদরোগ হাসপাতালে অস্ত্রোপচার বন্ধ, রোগীদের চরম ভোগান্তি 

স্বাস্থ্য অধিদফতরের প্রতিনিধিদলের পরির্দশন 

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

দেশের বিশেষায়িত হাসপাতাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে   গত তিন দিন ধরে সব ধরনের অস্ত্রোপচার বন্ধ রয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনেরা। এ ছাড়াও হার্ট অ্যাটাক ও হার্টে রিং পরানোসহ হৃদ্‌যন্ত্রের জটিল রোগীদের রাখার করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সব এসিও ঠিকমতো কাজ করছে না। আর প্রচন্ড গরমে হাসপাতালে ঘুমানোর পরিবেশ নেই। এই ওয়ার্ডের ফ্যানগুলোও ঠিকভাবে চলছে না। গরমের কষ্ট থেকে রোগীদের রক্ষায় টেবিল ফ্যান কিনে এনেছেন অনেকে। এতে সংকটাপন্ন রোগীরা কষ্টের মধ্যে আছেন।

 এমন অবস্থায়  সোমবার  সকালে  হাসপাতাল পরির্দশন করেছেন স্বাস্থ্য অধিদফতরের  পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসানসহ একটি প্রতিনিধিদল। তারা সরেজমিন পরিদর্শণ করে হাসপাতালের আইসিইউ ছাড়াও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) এবং হাই ডিপেনডেন্সি ইউনিটের (এইচডিইউ) এসি নষ্ট হওয়ার সত্যতা খুঁজে পান। পরে  তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়ের মাধ্যমে হাসপাতালে এসি স্থাপন ও মেরামতের জন্য ২ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দের কথা জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর  সূত্র জানিয়েছে, তারা অস্ত্রোপচার বন্ধ ও দীর্ঘদিন এসি নষ্ট থাকা নিয়ে সরেজমিনে তদন্ত করেছেন। এতে দুটো অভিযোগেরই প্রমাণ পেয়েছেন। এর মধ্যে আইসিইউর ছয়টি এসি, সিসিইউর তিনটি এসি এবং এইচডিইউর সব এসি নষ্ট পেয়েছেন। সাতটি অপারেশন থিয়েটারের মধ্যে তিনটি পুরোপুরি অকার্যকর পেয়েছেন। অক্সিজেন সরবরাহের সংযোগে সমস্যা থাকায় বাকি চারটি অপারেশন থিয়েটারের কার্যক্রমও বন্ধ পেয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের এসির সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মঈনুল আহসান।

তিনি বলেন, আমি সকাল আটটায় হাসপাতালে গিয়ে সংশ্লিষ্ট সবাইকে ডেকেছি। আগামী দু-তিন দিনের মধ্যে এসি ও অক্সিজেন সরবরাহে সমস্যার সমাধান হবে। আশা করছি, আগামীকাল মঙ্গলবার থেকে চারটি ওটিতে অপারেশন শুরু হবে। এ বিষয়ে নির্দেশনা দেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের পরিচালককে মঙ্গলবার মন্ত্রণালয়ে ডেকেছেন বলেও জানিয়েছেন তিনি।

হৃদরোগ ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির আইসিইউর জন্য মোট ১২টি এসি রয়েছে। দুটি সেন্ট্রাল প্ল্যান্টের মাধ্যমে এগুলো চলে। একটি প্ল্যান্ট নষ্ট হওয়ায় ছয়টি এসি বন্ধ হয়ে যায়। আর সাতটি অপারেশন থিয়েটারের মধ্যে ১, ২ ও ৭ নম্বরের এসি নষ্ট আছে। ৩, ৪, ৫ ও ৬ নম্বর ওটির কার্যক্রম সীমিত পরিসরে মঙ্গলবার শুরু হতে পারে।

হৃদরোগ হাসপাতালটিতে কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, প্রচণ্ড গরমের কারণে স্বাভাবিক সময়ের চেয়ে এখন রোগীর চাপ বেশি। এমনিতেই প্রয়োজনের তুলনায় অস্ত্রোপচারের সক্ষমতা কম। তার মধ্যে শনিবার  ধরে অস্ত্রোপচার বন্ধ থাকায় পরিস্থিতি আরও নাজুক হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক বলেন, অপারেশন করার পর রোগীদের আইসিইউতে নেওয়া হয়। ঈদের পর থেকেই এখানকার এসিতে সমস্যা। এতে রোগীরা ঠিকভাবে ঘুমোতেও পারেন না। ফলে তাঁদের স্বাস্থ্যঝুঁকি বাড়ে।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দীন  বলেন, সিসিইউর দুটি এসির তার চুরি হওয়ায় সেগুলো নষ্ট হয়েছে। তবে রাত পৌনে ৮টার দিকে আইসিইউর এসিগুলো সচল হয়েছে। আশা করছি  মঙ্গলবার থেকে অপারেশন শুরু হবে।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com