জাকজমকভাবে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

ব্যাপক উৎসাহ, উদ্দীপনার এবং জাকজমকভাবে ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) মহাখালীর স্কাইলাইন রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্তী।

অনুষ্ঠানে ২০২৪ সালের কর্মপরিকল্পনা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল, ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী, পরিচালক (অব.) অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক, পরিচালক অভিজিৎ ভট্টাচার্য্য, চিফ ফিন্যান্সিয়াল অফিসার দিপংকর দত্ত, ডেপুটি ডিরেক্টর ডা. কাজী রফিকুল আলম প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন সিএফ জামান (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- ব্র্যান্ড)।

আয়োজকরা জানান, সম্মেলনে আগামী বছরকে আরো অর্থবহ করতে হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও রোগীদের গুণগত স্বাস্থ্যসেবা দেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

এ ব্যাপারে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘টেকসই উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো গুণগতমানের স্বাস্থ্যসেবা।  উন্নত, সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারের পাশাপাশি ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্যসেবা দেওয়াসহ স্বাস্থ্য শিক্ষাতেও অগ্রণী ভূমিকা রাখছে এবং এ উন্নতির ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও কাজ করবে এ হাসপাতাল।’

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com