ছাত্র আন্দোলন: উন্নত চিকিৎসার জন্য আরও ৬ জন গেলেন ব্যাংককে

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত আরও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংকক ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে বাংলাদেশ বিমানের থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে তাদের পাঠানো হয়। এদের তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিনজন সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এর আগের দিন মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য ২২ জনকে বিদেশে পাঠানো হয়। এনিয়ে অভ্যুত্থানে আহত ২৮ জনকে বিদেশে পাঠানো হলো।

সিএমএইচ থেকে যে তিন জনকে পাঠানো হয়েছে তারা হলেন মোহাম্মদ ইসরাফিল (১৫), রোমান ঢালী (১৭) ও তাহসিন হোসেন (১৩)।  এ তিনজনই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হন। এরমধ্যে মোহাম্মদ ইসরাফিলের বাঁ হাতে গুলিবিদ্ধ হওয়ায় তার বাঁ হাতের নার্ভ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সেইসঙ্গে ভেঙে গেছে হাড়।রোমান ঢালি ও তাহসান হোসেনে গুলি লেগেছে পিঠে। এতে তাদের স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে। তারা হাঁটাচলা করতে পারছেন না। রোবটিক ফিজিওথেরাপির জন্যই তাদের পাঠানো হয়েছে।

আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাজিব (৩৬), মিজানুর রহমান ও হাফিজুর রহমান হাবিব। এর মধ্যে রাজিবের (৩৬) মাথায় গুলি লাগে। অপারেশনের পরেও তার অবস্থা উন্নতি হচ্ছে না। তাই তাকে পাঠানো হয়েছে। মিজানুর রহমানের গুলি লেগে তার মুখ মন্ডলের অবস্থা পরিবর্তিত হয়ে যায়। অপারেশনের জন্য তাকে পাঠানো হয়েছে। হাফিজুর রহমান হাবিব পুলিশের গুলিতে স্পাইনাল কর্ডে ইনজুরি দেখা দেয়। তাকে রোবোটিক ফিজিওথেরাপির জন্য ব্যাংকক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন  স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com