ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে আগ্রহী থাইল্যান্ড, ঢাকায় চিকিৎসক দল

by glmmostofa@gmail.com
নিজস্ব প্রতিবেদক।
গণঅভ্যুত্থানে আহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে আগ্রহ প্রকাশ করেছেন থাইল্যান্ড। সে লক্ষ্যে ব্যাংককের ভেজথানি হাসপাতালের তিন জন চিকিৎসকসহ ৬ জনের একটি টিম বুধবার ঢাকায় এসেছে। তারা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর (পঙ্গু) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে আন্দোলনে আহত রোগীদের দেখেছেন।
বুধবার (৩০ অক্টোবর)  স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন এ তথ্য জানান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, পঙ্গু হাসপাতালে   গণঅভ্যুত্থানে আহত হয়ে ভর্তি হওয়া ৫৭ জন রোগীর সবাইকে দেখেছেন থাইল্যান্ড থেকে আসা চিকিৎসক প্রতিনিধি দল । আর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ৭ জন গুরুতর আহত রোগীদের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন।
এসময় পঙ্গু  হাসপাতালের পরিচালক ডা. কাজী শামীম উজজামান জানান, আহতদের  মধ্যে ১৫ জন গুরুতর আহত রোগীর স্নায়ু এবং জয়েন্টের আঘাতের ওপর বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। নার্ভের আঘাতের রোগীর জন্য তাদের পরিকল্পনা হলো অপেক্ষা করা এবং তদন্তের মাধ্যমে চার সপ্তাহের ব্যবধানে পর্যবেক্ষণ করা। রিপোর্টের ওপর নির্ভর করে পরবর্তী অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাকি রোগীদের সম্পর্কে তারা আমাদের চলমান চিকিৎসা প্রোটোকলের সঙ্গে একমত।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যুগ্ম পরিচালক ডা. মো. বদরুল আলম বলেন, চিকিৎসক দল বলেছে, বৃহস্পতিবার তারা প্রত্যেক রোগীর প্রতিবেদন দেবেন। এছাড়া সামগ্রিকভাবে তারা আমাদের চিকিৎসা ব্যবস্থায় সন্তুষ্ট বলেও জানিয়েছেন প্রতিনিধি দল।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com