ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা: বিএসএমএমইউর চিকিৎসক গ্রেপ্তার

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহকারী অধ্যাপক ডা. মো. হাসানুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানার একটি মামলায় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টায় গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান  বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর বিএসএমএমইউয়ে হামলা করেছিলেন দুষ্কৃতকারী অনেকে। তাদের মধ্যে সহকারী অধ্যাপক ডা. মো. হাসানুল হক একজন। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় গাজীপুর মহানগর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে শাহবাগ থানায় হস্তান্তর করেছে।

মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, ডা. মো. হাসানুল হক বিএসএমএমইউর নাক, কান ও গলা বিভাগে কর্মরত ছিলেন বলেও জানান তিনি।

 

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com