চেম্বারের মধ্যে কলেজ ছাত্রীকে অচেতন ধর্ষণের অভিযোগ

by glmmostofa@gmail.com

নোয়াখালী প্রতিনিধি।।

এক কলেজ ছাত্রীকে চেম্বারের মধ্যে  অচেতন করে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ রয়েছে ফার্মেসির মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় নোয়াখালীর চাটখিল উপজেলার পৌর বাজারে অভিযান চালিয়ে ওই ফার্মেসির মালিক নূর হোসেন পলাশকে (৪২)  গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে ওই প্রতিষ্ঠানে অনেক রোগী অপচিকিৎসার শিকার হয়েছেন- এমন অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন।

রোরবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাটখিল বাজারের রক্তিম রোজ মেডিসিন পার্ক নামের প্রতিষ্ঠানটি সিলগালা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই শিক্ষার্থী একটি কলেজের একাদশ শ্রেণিতে পড়েন। অভিযুক্ত নুর হোসেন পলাশের দুঃসম্পর্কের আত্মীয় হন। গত ২৬ মে (বুধবার) কলেজে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে তার কিছু মেডিক্যাল রিপোর্ট দেখানোর জন্য পলাশের ফার্মেসিতে যান ওই ছাত্রী। সেখানে ছাত্রীর মাস্ক খুলে তার নাকের কাছে কিছু একটা ধরে তাকে অচেতন করে ফার্মেসির পেছনের একটি কক্ষে নিয়ে যায় পলাশ। পরে তাকে অচেতন রেখে ধর্ষণ করে। জ্ঞান ফেরার পর একাধিকবার চেষ্টা করেও রক্ষা পাননি। ধর্ষণের পর ভুক্তভোগীকে ধারালো ছুরি দেখিয়ে এই ঘটনা কাউকে বলতে নিষেধ করে।

ভয়ে ওই ছাত্রী বিষয়টি কাউকে বলেননি। তবে গত শুক্রবার ভুক্তভোগী ঘটনা চিরকুটে লিখে তার মাকে দেন। রবিবার তারা এ বিষয়ে থানায় মৌখিক অভিযোগ করলে সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে ফার্মেসি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান অভিযান চালিয়ে ওই ফার্মেসিটি সিলগালা করে দেন।

চাটখিল থানার ওসি এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা করবেন। সোমবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com