চিকিৎসার নতুন দিগন্ত হবে মেডিকেল বিশ্ববিদ্যালয়: বিএসএমএমইউ উপাচার্য

মহান বিজয় দিবসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

by glmmostofa@gmail.com
নিজস্ব প্রতিবেদক।।
মহান বিজয় দিবসকে জাতির শ্রেষ্ঠ অর্জন হিসেবে উল্লেখ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, মহান বিজয় দিবসের অঙ্গীকার হলো- মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে গবেষণা, শিক্ষা ও চিকিৎসার নতুন দিগন্ত। আর লক্ষ্য হবে আন্তর্জাতিক মান অর্জন। এই অঙ্গীকার বাস্তবায়ন ও লক্ষ্য পূরণে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে।
সোমবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। এসময় উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট ছাত্রছাত্রী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম এসময়  বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যূত্থানে নিহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন।
এদিকে, নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় পালন করেছে  বিএসএমএমইউ কর্তৃপক্ষ। কর্মসূচির মধ্যে ছিল ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উত্তোলন, বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ, কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর দোয়া-মোনাজাত এবং সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা । এছাড়াও জাতীয় এই দিবস উপলক্ষে  সোমবার ১৬ রোগীদের ও বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত হয়ে যেসকল ছাত্র-জনতা বিএসএমএমইউতে চিকিৎসাধীন রয়েছেন তাদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

বিশ্বদ্যিালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ আয়োজিত রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। পরে বিএসএমএমইউ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এরপর তিনি বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ছাত্রসহ আহত যে সকল রোগীরা বিএসএমএমইউতে চিকিৎসাধীন রয়েছেন তাদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন,  বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান এবং অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মো. দেলোয়ার হোসেন টিটো  প্রমুখ।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com