১২
নিজস্ব প্রতিবেদক।।
দেশের চিকিৎসা স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে থাকা দফতর কিংবা সংস্থায় কর্মরত চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশে সেমিনার, সভা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ কিংবা কর্মশালায় অংশ নিতে পারবেন না বলে জারিকৃত অফিস আদেশটি বাতিল করা হয়েছে।
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহম্মদ আব্দুল হাই স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের অধীন দফতর অথবা সংস্থায় কর্মরত চিকিৎসকদের বৈদেশিক সেমিনার, সভা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ, কর্মশালা ইত্যাদিতে অংশগ্রহণের নীতিমালা বিষয়ে ২৪ নভেম্বরে জারি করা অফিস আদেশটি নির্দেশক্রমে বাতিল করা হলো।
দেশের চিকিৎসা স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে থাকা দফতর কিংবা সংস্থায় কর্মরত চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশে সেমিনার, সভা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ কিংবা কর্মশালায় অংশ নিতে পারবেন না বলে জারিকৃত অফিস আদেশটি বাতিল করা হয়েছে।
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহম্মদ আব্দুল হাই স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের অধীন দফতর অথবা সংস্থায় কর্মরত চিকিৎসকদের বৈদেশিক সেমিনার, সভা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ, কর্মশালা ইত্যাদিতে অংশগ্রহণের নীতিমালা বিষয়ে ২৪ নভেম্বরে জারি করা অফিস আদেশটি নির্দেশক্রমে বাতিল করা হলো।
এর আগের দিন রোববার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা নীতিমালায় বলা হয়েছিল, স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে থাকা দফতর কিংবা সংস্থায় কর্মরত চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশে সেমিনার/সভা/ সিম্পোজিয়াম/প্রশিক্ষণ/কর্মশালা য় অংশ নিতে পারবেন না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল হাইয়ের সই করা এক অফিস আদেশে এই নীতিমালা প্রকাশ করা হয়েছিল। আগামী ১ জানুয়ারি থেকে এই নীতিমালা কার্যকর হওয়ার কথা ছিল। তবে তার আগেই নীতিমালাটি বাতিল করা হয়।