চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছুঁই ছুঁই

একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৬১৫ জন

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।
দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। আর সোমবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১৫ জন। এর আগের দিন রোববার  ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৬৩ জন। এই নিয়ে  চলতি মাসের নয় দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৩ হাজার ৪৪৪ জন এবং মোট  মোট মৃত্যু হয়েছে ১৪ জনের। এর আগের মাস আগস্টে মোট আক্রান্ত হয়েছিলেন
৬হাজার ৫২১ জন এবং মোট মৃত্যু হয়েছিল ২৭ জনের। এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১৬ হাজার ২৮৫ জন এবং মোট মৃত্যু হয়েছে ৯৭ জনের।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলায় হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৬৪২ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ৯১৭ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ৭২৫ জন।
আর গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫ জন,  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৭ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন , রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩ জন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রোগী ভর্তি রয়েছেন।
অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৫৪ জন। আর এ  বছরে ডেঙ্গুতে মোট ১৪ হাজার ৫৪৬ জন  ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১৬ হাজার ২৮৫ জন এবং মোট মৃত্যু হয়েছে ৯৭ জনের। মৃত্যুদের মধ্যে পুরুষ হচ্ছে ৪৮ দশমিক ৫ শতাংশ এবং নারী রয়েছেন ৫১ দশমিক ৫ শতাংশ।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com