চট্টগ্রাম প্রতিনিধি।। বন্দর নগরীর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে পনের দিনের মধ্যে চার দালালকে আটক করেছে পুলিশ
শনিবার (২ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রুমা আক্তার (৩৫) নামের এক দালাল আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, রুমা রাঙ্গুনিয়ার নতুন গ্রাম এলাকার কবির মেম্বারের বাড়ির মৃত জসিম উদ্দিনের মেয়ে। তিনি নগরের চান্দগাঁওয়ের রাস্তার মাথা এলাকার পেশকার কলোনির বাসিন্দা।
এ ব্যাপারে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, চমেক হাসপাতালের নিচ তলায় ন্যায্য মূল্যের ওষুধের দোকানের সামনে থেকে দালালকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।৷ এর আগে ৩০ নভেম্বর চমেক হাসপাতাল থেকে রিতা চৌধুরী (৫৫) নামে এক নারী দালালকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, রিতা দাশের গ্রামের বাড়ি সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নে। তার স্বামীর নাম সুভাষ চৌধুরী। বর্তমানে রিতা চৌধুরী নগরের পাঁচলাইশ থানার বাদুরতলা বড় গ্যারেজ এলাকায় থাকেন। তার আগেও গত ১৮ নভেম্বর চমেক হাসপাতাল থেকে ২ জন দালালকে আটক করেছে পুলিশ। হাসপাতালের গাইনী বিভাগের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- হাটহাজারীর মির্জাপুর এলাকার রশিদা বেগম (৬০) ও বোয়ালখালীর সারওয়াতলীর রয়েল দে (৩৫)।