চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক আটক

by glmmostofa@gmail.com

চট্টগ্রাম প্রতিনিধি।। 

বন্দরনগরী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এবার ভুয়া চিকিৎসক আটক হয়েছে। সোমবার  (১২ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালের আইসিইউ থেকে তৈয়ব আলী পাটোয়ারী (৫২) নামে ওই ব্যক্তিকে আটক করে কর্তৃপক্ষ। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ঘটনায় সন্ধ্যায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান ছিল বলে ওসি সন্তোষ কুমার চাকমা জানিয়েছেন।

চমেক হাসপাতাল পরিচালকের বরাত দিয়ে ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, হাসপাতালের আইসিইউ থেকে এক ব্যক্তিকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করা হয়। ওই ব্যক্তির কাছ থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়, যেখানে চিটাগাং ল্যাব লিমিটেডের প্যাথলজি বিভাগে কর্মরত রয়েছে বলে উল্লেখ রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলমান। আটক তৈয়ব আলী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার চর সাপুয়া এলাকার জয়নাল পাটোয়ারীর ছেলে। তিনি নগরীর চকবাজার থানার গাসিয়ার পাড়া এলাকায় থাকেন।

চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান  বলেন, হাসপাতালে যাওয়া রোগী ও তাদের স্বজনদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্রায় সময় দালাল আটক হয়; কিন্তু ডাক্তার সেজে হাসপাতালে প্রবেশের কাউকে আটক করার ঘটনা এটিই প্রথম। আটক হওয়া ব্যক্তি হাসপাতালের নিচতলায় অবস্থিত নতুন আইসিইউতে রোগীদের সঙ্গে কথা বলছিলেন। তার গায়ে চিকিৎসকদের অ্যাপ্রোন ছিল। ওই মুহূর্তে আমি নিজেই সেখানে উপস্থিত ছিলাম। তাকে দেখে আমার অপরিচিত মনে হয়। পরে পরিচয় জানতে গেলে তিনি যে চিকিৎসক নন তা ধরা পরে। ওই ব্যক্তি মূলত তাদের একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করানোর জন্য রোগী নিয়ে যেতে এসেছিলেন বলেও জানান তিনি।

 

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com