চট্টগ্রামে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা লাখ টাকা

by glmmostofa@gmail.com

চট্টগ্রাম প্রতিনিধি।। 

বন্দর নগরী চট্টগ্রামের একটি বিশেষায়িত হাসপাতালের ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১ অক্টোবর) নগরের প্রবর্তক এলাকায় শেভরন বিশেষায়িত হাসপাতালের দ্বিতীয় ও ষষ্ঠ তলায় থাকা দুটি ফার্মেসিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, একটি ফার্মেসিতে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রি হচ্ছিল—এমন অভিযোগ পেয়ে তদারকিতে আসেন কর্মকর্তারা। এ সময় ফার্মেসি দুটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এর মধ্যে কাশির ওষুধ, অ্যান্টিবায়োটিক ও ডায়াবেটিসের ওষুধ রয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, শেভরন হাসপাতালের দ্বিতীয় তলার ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো মেয়াদ আছে এমন ওষুধের সঙ্গে একই প্যাকেটে রাখা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই ফার্মেসিকে মূল্য বেশি নেওয়ার অভিযোগে চার হাজার টাকা জরিমানা করা হয়। শেভরন হাসপাতালের ষষ্ঠ তলায় ফার্মেসিতেও উল্লেখযোগ্যসংখ্যক মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেব নাথ।

উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো মেয়াদ আছে এমন ওষুধের সঙ্গে একই প্যাকেটে রাখা হয়েছে। এতে ক্রেতাদের বোঝার উপায় নেই ওষুধগুলোর মেয়াদ আছে কি না। এসব অপরাধে জরিমানা করা হয়।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com