চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সালেহ উদ্দিন মারা গেছেন

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ও প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. সালেহ উদ্দিন মারা গেছেন।

ব্রেইন স্ট্রোক করে আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক বিভাগীয় প্রধান ও গ্লুকোমা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইফতেখার মো. মুনির তারআ মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘ডা. মো. সালেহ উদ্দিন স্যার কিছুদিন আগে ব্রেইন স্ট্রোক করার পর ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল আইসিইউ থেকে ভেন্টিলেটরে নেয়। আজ সকাল ১১টার দিকে তিনি মারা যান।’

তিনি আরও বলেন, ‘স্যারের জানাজা আজ বাদ মাগরিব রাজধানীর মনিপুরীপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। বুধবার বাদ আছর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা হবে, এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।’

জানা গেছে,  অধ্যাপক ডা. সালেহ উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com