গোপন দুর্বলতাসহ ৬ রোগের মহৌষধ ‘কালোজিরা

by glmmostofa@gmail.com

নিউজ  ডেস্ক :
কালোজিরার স্বাস্থ্যগুণ সম্পর্কে আমরা অনেকেই তেমন কিছু জানি না। তাই শুধু রান্নায় ব্যবহৃত হয়,যদিও নিরামিষ রান্নার পাশাপাশি বেশ কিছু আমিষ পদে বাঙালি কালোজিরের জনপ্রিয়তা আকাশছোঁয়া। কিন্তু কালোজিরা ওজন নিয়ন্ত্রণসহ ৫ রোগের মহৌষধ হিসেবে গুরুত্ব যথেষ্ট রয়েছে । আসুন জেনে কালোজিরা স্বাস্থ্যগুণের উপকারিতা।
১) কালোজিরে ভেজানো জল উচ্চ রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। উচ্চ রক্তচাপের রোগীরা নিঃসন্দেহে ভরসা রাখতে পারেন কালোজিরের উপর। এক কাপ জলে আধ চামচ মতো কালোজিরে ভিজিয়ে রেখে দিন। পরের দিন সকালে উঠে জল ছেঁকে খেয়ে নিন। সপ্তাহে তিন-চার দিন খেলে রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে।         ২) ওজন ঝরাতে হিমশিম খাচ্ছেন? কালোজিরের গুণেই ঝরবে মেদ। অনেকেই ওজন ঝরাতে চিয়াবীজ দিয়ে ডিটক্স পানীয় বানিয়ে খান। চিয়া বীজের মতো না হলেও কালোজিরে কম কার্যকরী নয়। শরীরের বাড়তি মেদ ঝরিয়ে ভিতর থেকে চনমনে রাখে কালোজিরে।
৩) ঘরোয়া টোটকায় কোলেস্টেরলের মাত্রা কমাতে কালোজিরে ভরসা হতে পারে। একটি গবেষণায় দেখা গিয়েছে, রজোনিবৃত্তির পর কালোজিরের গুঁড়ো খেলে এলডিএল কোলেস্টেরল দু-তিন মাসের মধ্যে ২৭ শতাংশ কমে যেতে পারে।

৪) শিশুর দৈহিক এবং মানসিক বৃদ্ধিতেও কালোজিরে বেশ উপকারী। নিয়মিত কালোজিরে, মধু খাওয়ালে শিশুর শারীরিক এবং মানসিক বিকাশ দ্রুত হয়।
৫)  স্মৃতিশক্তি উন্নত করতে, হৃদ্‌রোগজনিত সমস্যা কমাতে, আথ্রাইটিসের ব্যথা কমাতেও কালোজিরে তেল বেশ উপকারী। কালোজিরেতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট পেশির নমনীয়তা বজায় রাখে। ত্বক ভাল রাখতেও কালোজিরে বেশ উপকারী রয়েছে।          ৬) যৌন সমস্যা : কালোজিরা চুর্ণ ও অলিভ অয়েল, ৫০ গ্রাম হেলেঞ্চার রস ও ২০০ গ্রাম খাঁটি মধু একসঙ্গে মিশিয়ে সকালে খাবারের পর এক চামুচ করে খান। এতে গোপন শক্তি বৃদ্ধি পাবে। তাই প্রতিদিন খাবারের তালিকায় কালোজিরা রাখুন এবং রোগের ঝুঁকি এড়িয়ে চলুন।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com