নিজস্ব প্রতিবেদক।।
বিশিষ্ট গাইনী বিশেষজ্ঞ ডা. ইয়াসমিন আরা হক চন্দনা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। ডা. ইয়াসমিন আরা রংপুর এলকায় গাইনী বিশেষজ্ঞ হিসেবে ব্যাপক পরিচিত ছিলেন।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
ডা. চন্দনার নামে প্রতিষ্ঠিত স্কুলের প্রধান শিক্ষক ওয়ালিয়ার রহমান মুকুল মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন আমাদের একান্ত আপনজন ডা. ইয়াসমিন আরা হক চন্দনা আজ (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯.৪০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি সেই সাথে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। রংপুরের
পরিবার সূত্রে জানা গেছে, ডা. চন্দনার নামাজে জানাজা আজ শনিবার বাদ আসর ধানমন্ডির মসজিদ ঊত তাকওয়ায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে।
৩৯