সিলেট প্রতিনিধি।।
সিলেটে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়’ এর নাম পরিবর্তন করে আগের নামে ফিরেছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ)।
বুধবার (৭ আগস্ট) এ নাম পরিবর্তন করেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘আগে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নাম ছিল, পরবর্তীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হয়। গণঅভ্যুত্থানে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর আবার পুনরায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নাম দেওয়া হয়েছে। এটি আনঅফিয়ালভাবে করা হয়েছে, শিগগিরই অফিসিয়ালভাবে নাম পরিবর্তন করা হবে।
জানা গেছে, ২০২৩ সালের জুলাই মাসে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়’ নাম অনুমোদন দেয় সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভা। এর আগে ২০১৮ সালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় দেশের ৪র্থ সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করা হয়।
উচ্চশিক্ষা, গবেষণা ও সেবার মান এবং বিদ্যমান সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও উন্নয়নের লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয় করা হয় বলে জানা গেছে।