নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশের ক্যান্সার সার্জনদের সংগঠন সোসাইটি অফ সার্জিক্যাল অনকোলজি বাংলাদেশের (এসএসওবি) প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ফলে সংগঠনটির নতুন করে পথচলা শুরু হলো।
গত সোমবার (২২ জানুয়ারি) সংগঠনটির প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এসএসওবির প্রেসিডেন্ট ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ডা. ছায়েফ উদ্দিন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. লায়লা শিরীন, জেনারেল সেক্রেটারি সহযোগী অধ্যাপক ডা. মিনহাজ ভূঁইয়াসহ কমিটির অন্যান্য সদস্যরা।
সভা শেষে আমাদের সার্জিক্যাল অনকোলজির ছাত্র-ছাত্রীরা ফুল দিয়ে নতুন কমিটির সবাইকে বরণ করে নেয়।
সংগঠনের ইসি কমিটির সদস্য ডা. হাসান শাহরিয়ার কল্লোল জানান, বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা কেবল বেড়েই চলেছে। আমরা বিশেষজ্ঞ ক্যান্সার সার্জনরা বিশেষায়িত সেবা নিয়ে ক্যান্সার রোগীদের পাশে থাকতে বদ্ধ পরিকর বলে জানিয়েছেন তিনি।