কোটা আন্দোলন: আহতদের বিনামূল্যে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন করবে রেটিনা

by glmmostofa@gmail.com

 নিজস্ব প্রতিবেদক।। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অঙ্গহানির শিকার শিক্ষার্থীদের বিনামূল্যে অঙ্গ প্রতিস্থাপনের উদ্যোগ নিয়েছে মেডিকেল ভর্তি কোচিং রেটিনা।

এ উপলক্ষে ‘কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন’ প্রকল্প হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে রেটিনা এই ঘোষণা দেয়।

ফেসবুক পোস্টে রেটিনা জানায়, গুগল ফর্মের মাধ্যমে আগ্রহীদের তথ্য জানানো যাবে। এ ছাড়া যেকোনো জিজ্ঞাসার জন্য রয়েছে হটলাইন নাম্বারও।

এই উদ্যোগের উদ্দেশ্য হিসেবে রেটিনা উল্লেখ করেছে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শত শত শহীদের জীবন উৎসর্গ, হাজারো আহত ও অগণিত পঙ্গুত্ব বরণকারী ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে নতুন করে ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীদের এই অবিস্মরণীয় আত্মত্যাগের প্রতিদান দেয়ার সাধ্য আমাদের নেই। তবুও এই ক্রান্তিকালে আমাদের সকলের উচিৎ যার যার অবস্থান থেকে এই আন্দোলনে শহীদ পরিবার, আহত এবং অঙ্গহীন হয়ে যাওয়া সাহসী বীরদের পাশে দাঁড়ানো।’

‘এরই উদ্দেশ্যে রেটিনা মেডিকেল এ্যান্ড ডেন্টাল এ্যাডমিশন কোচিং পরম শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে জাতির সাহসী সন্তান অঙ্গহীন হওয়া প্রিয় শিক্ষার্থীদের জন্য হাতে নিয়েছে ‘কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন’ প্রজেক্ট।

পোস্টে আরও বলা হয়, ‘রেটিনা পরিবারের পক্ষ থেকে এই ক্ষুদ্র উদ্যোগ হয়তো আমাদের বীরদের জীবন আগের মতো স্বাভাবিক করতে পারবে না, তবে আমরা আশা করছি যে, পরিবারের কষ্টের সামান্য ভাগীদার হয়ে তাদের জীবন চলার কঠিন পথ কিছুটা হলেও মসৃণ করতে পারবো বলে পোস্টে আশাবাদ ব্যক্ত করা হয়।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com