কেন হয় ‘জ্বরঠোসা’, সারাতে করণীয় কী?

by glmmostofa@gmail.com

নিউজ ডেস্ক।। 

এমন মানুষ খুব কমই পাওয়া যাবে যিনি জ্বরঠোসার সমস্যায় পড়েন নি।  সাধারণ জ্বর হলেই ঠোঁটের কোণে দেখা দেয় ছোট ছোট একগুচ্ছ ফুসকুড়ি। এতে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। এমনকি ফুসকুড়ির স্থান লাল হয়ে ফুলেও যায়। ফলে খাবার খেতে বা কথা বলতে কষ্ট হয়। জ্বরঠোসাকে চিকিৎসার পরিভাষায় ফিভার ব্লিস্টার বলা হয়।

জ্বরঠোসা কেন হয়?

বিশেষজ্ঞদের মতে, ফিভার ব্লিস্টার হওয়ার অন্যতম কারণ এইচএসভি ১ সংক্রমণ। আবার জ্বরের কারণেও ফিভার ব্লিস্টার হতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে এই সমস্যা বেশি দেখা দেয়। এছাড়া ভিটামিন সি ও ডি’র ঘাটতি হলেও জ্বরঠোসা হতে পারে। প্রায় ৮০ শতাংশ মানুষই এইচএসভি ১ এ আক্রান্ত হন; যা সুপ্ত অবস্থায় থাকে। প্রথমবার হওয়া ফিভার ব্লিস্টার সেরে যাওয়ার পর এইচএসভি ১ স্নায়ুকোষে লুকিয়ে থাকে। পরবর্তীতে আবারও এটি প্রকাশ পায়।

জ্বরঠোসা সারাতে কী করবেন?

অরেগানো অয়েলহারপিসসহ বিভিন্ন ভাইরাসকে বাধা দিতে প্রাকৃতিক অরেগানো অয়েল বিশেষ কার্যকরী। এক্ষেত্রে আক্রান্ত স্থানে পাতলা করে তেল প্রয়োগ করুন। একটি তুলোর বলে অরেগানো তেল দিয়ে সারাদিন কয়েকবার আক্রান্ত স্থানে লাগান।

বরফ সেঁকজ্বরঠোসার স্থানে বরফ ব্যবহার করলে ব্যথা কমে। এজন্য একটি কাপড়ে বরফ মুড়ে ক্ষত স্থানে ৫ মিনিট ধরে রাখুন। তবে ১৫ মিনিটের বেশি নয়। তবে ত্বকে সরাসরি বরফ লাগাবেন না, তাহলে ক্ষত আরও বাড়তে পারে। দৈনিক ৩ বার করে অন্তত ৫দিন ব্যবহার করুন আইসপ্যাক।

টি ট্রি অয়েলটি ট্রি অয়েলও বিভিন্ন প্রদাহ সারাতে কাজ করে। একটি তুলোর বলে চা গাছের তেল নিয়ে প্রতিদিন কয়েকবার জ্বরঠোসায় ব্যবহার করুন। দেখবেন দ্রুত সেরে যাবে ঘা।

আপেল সিডার ভিনেগার পানিতে মিশিয়ে ব্যবহার করুনসামান্য আপেল সিডার ভিনেগারের সঙ্গে পানি মিশিয়ে তুলোর বল ভিজিয়ে আক্রান্ত স্থানে কয়েক মিনিটের জন্য ধরে রাখুন।

জিংক অক্সাইড ও গ্লাইসিনযুক্ত ক্রিম২০০১ সালের এক গবেষণায় দেখা গেছে, জিংক অক্সাইড ও গ্লাইসিনযুক্ত একটি ক্রিম প্লেসবো ক্রিমের তুলনায় ক্ষত সারাতে সাহায্য করে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, হারপিস সিমপ্লেক্স ভাইরাসকে কোষে প্রবেশ করতে বাঁধা দিতে জিংক অক্সাইডের ভূমিকা আছে। এজন্য অশ্যই জিংক সালফেট সাপ্লিমেন্ট নিতে হবে। সাময়িক চিকিত্সার জন্য দিনে চারবার করে জিংক অক্সাইড ক্রিম প্রয়োগ করতে পারেন। ঘা না শুকানো পর্যন্ত এভাবেই ক্রিমটি ব্যবহার করা উচিত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com