কুরআনে হাফেজ ৭৭ মেডিকেল শিক্ষার্থীকে সংবর্ধনা  

চিকিৎসকদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা তুলে ধরার আহবান 

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

দেশের বিভিন্ন মেডিকেল ও ডেন্টালে অধ্যয়নরত হাফেজে কুরআনদের সংবর্ধনা এবং সিরাত পাঠ ও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করেছে মেডিকেল দাওয়াহ সোসাইটি অব বাংলাদেশ।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বাংলা মোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে হয়ে গেল ব্যতিক্রমী এ আয়োজন।

চিকিৎসকদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা তুলে ধরার পাশাপাশি মানসম্মত চিকিৎসা প্রদানে রাসুলের (স.) বৈশিষ্ট্যগুলো পূর্ণ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

একজন হাফেজে কুরআনের চিকিৎসক হওয়া বেশ গর্বের উল্লেখ করে তারা বলেন, এ ক্ষেত্রে সবাইকে বিনয়ী হওয়া দরকার৷

অনুষ্ঠানে ইসলামী অনুশাসন অনুসরণে চিকিৎসা প্রদানের একটি রূপরেখাও তুলে ধরা হয়।

এ সময় একজন কুরআনের হাফেজ হিসেবে চিকিৎসা বিজ্ঞানের অধ্যয়নের পাশাপাশি কুরআনের সার্বজনীন শিক্ষা সবার পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

চিকিৎসকরা বলেন, কুরআর ও চিকিৎসা বিজ্ঞান অঙ্গাঙ্গিভাবে জড়িত। কুরআন যথাযথভাবে অনুসরণ করলে এখান নির্দেশনা পাওয়া যাবে।

পূর্ণাঙ্গ জীবন বিধানের প্রবর্তক হিসেবে মুহাম্মদের (স.) শিক্ষা মেডিকেল পড়াশোনায় চির প্রাসঙ্গিক উল্লেখ করে এ ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান শিক্ষার্থীরা।

দেশের বিভিন্ন মেডিকেলে অধ্যয়নরত ৭৭ জন হাফেজে কুরআন সংবর্ধনা ও সিরাত পাঠ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের নগদ অর্থ ও উপহার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com