কিডনি প্রতিস্থাপনে বিএসএমএমইউর সহযোগিতা নেবে শিশু হাসপাতাল

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

শিশুদের কিডনি প্রতিস্থাপনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কাছ থেকে প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা নেবে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।

 সোমবার  (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এ সময় উপাচার্য বলেন, দেশের কোন রোগী যাতে বাইরে না যায় সেদিকে সবাইকে নজর দিতে হবে। প্রতিস্থাপনের জন্য সাধারণত রোগীরা দেশের বাইরে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিডনি, শিশু কিডনি, লিভার, ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্টেশন সফলভাবে হচ্ছে। এতে দেশের টাকা দেশেই থেকে যাচ্ছে।

তিনি বলেন, আমরা চাচ্ছি প্রতিস্থাপনের সকল কারিগরি বিষয় দেশের সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ছড়িয়ে দিতে। বাংলাদেশ শিশু হাসপাতাল এ বিষয়ে এগিয়ে আসায় অভিনন্দন জানাই।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, রেজিস্ট্রার  অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, রেনাল ট্রান্সপ্ল্যান্ট হেড প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, শিশু নেফ্রোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফরোজা বেগম,  অধ্যাপক ডা. রনজিত রঞ্জন রায়, নেফ্রোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ওমর ফারুক, শিশু নেফ্রোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. গুলশান আরা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com