এভারকেয়ার হসপিটাল: প্রথমবারের মতো এমআরসিপি পিএসিইএস পরীক্ষা অনুষ্ঠিত

দেশের ৪৫ জন তরুণ ডাক্তার অংশ নেন

by glmmostofa@gmail.com
নিজস্ব প্রতিবেদক।।
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এমআরসিপি পিএসিইএস (প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্টঅব ক্লিনিক্যাল এক্সামিনেশন স্কিলস) পরীক্ষা। এতে এতে অংশগ্রহণ করে দেশের ৪৫ জন তরুণ ডাক্তার।
দেশের সর্বপ্রথম জেসিআই স্বীকৃত হাসপাতাল রাজধানীর এভারকেয়ার হসপিটালে গত
২২ অক্টোবর এ পরীক্ষাটি শুরু হয়। আর শেষ ২৪ অক্টোবর ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর)  এভারকেয়ার হসপিটালে পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপিতে বলা হয়, এমআরসিপি পিএসিইএস পরীক্ষার আয়োজন দেশের মেডিকেল শিক্ষাব্যবস্থার জন্য এক যুগান্তকারী অধ্যায়। বাংলাদেশে এর আয়োজক হিসেবে এভারকেয়ার হসপিটাল ঢাকা’ই প্রথম প্রতিষ্ঠান। ২০১২ সাল থেকে এ দেশের চিকিৎসকেরা লিখিত পরীক্ষা (পার্ট ১ ও পার্ট ২) দেশেই অংশগ্রহণ করে আসছেন। কিন্তু ব্যবহারিক পরীক্ষা দেওয়ার কোনো উপযুক্ত কেন্দ্র না থাকায় অংশগ্রহণকারীদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে ভারত, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা বা যুক্তরাজ্যের মতোদেশে যেতে হতো । তাই যোগ্যতা থাকা সত্ত্বের বহু মেধাবী ডাক্তাররা এতে অংশ নিতে পারতেন না।
প্রথমবারের মতো বাংলাদেশি চিকিৎসকদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই পরীক্ষার আয়োজন করতে সহযোগিতা করছে ফেডারেশন অব রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স, ইউকে । রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস, ইউকের প্রতিনিধি ডা. স্টুয়ার্ট হুড,চেয়ার, পিএসিইএস ঢাকা- সহ আরও চারজন উপস্থিত থেকে পরীক্ষার্থীদের মূল্যায়ন করেন।
এছাড়াও ১৫ জন বাংলাদেশি সিনিয়র চিকিৎসক পরীক্ষক হিসেবে অংশগ্রহণ করেন। বাংলাদেশের পক্ষ থেকে পরীক্ষাটি পরিচালনা করেন রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস অব ইউকে -এর ফেডারেশন লিডের প্রফেসর ডা. কাজী তারিকুল ইসলাম।
এছাড়াও সর্বাত্মক সহযোগিতায় ছিলেন এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশের সিইও ডা. রত্নদ্বীপ চাস্কার, এভারকেয়ার বাংলাদেশ গ্রুপের মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ এবং এভারকেয়ার হসপিটাল ঢাকার অপারেশনস ও হসপিটালিটি বিভাগের ডেপুটি ডিরেক্টর মোহাম্মাদ কামাল উদ্দিন সিদ্দিকী।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com