নিজস্ব প্রতিবেদক।।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে আসন বাড়ানো হয়েছে। এবার নতুন করে এমবিবিএস কোর্সে ১ হাজার ৩০টি আসন বেড়েছে। এর ফলে এবার সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। এর আগে আসন ছিল চার হাজার ৩৫০টি। এ ছাড়া বেসরকারি মেডিকেলের জন্য আসন রয়েছে ৬ হাজার ৩৪৮টি। আর্মি মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য ৩৭৫টি আসন বরাদ্দ করা হয়েছে। এবার ভর্তি ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষা উপলক্ষে বিদ্যমান ভর্তি নীতিমালা হালনাগাদ এবং ভর্তি পরীক্ষার সময়াবদ্ধ কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ বিষয়ে সভা অনুষ্ঠিত হয় মন্ত্রণালয়ে।
অবশ্য তুমুল প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে দেশের মোট ৩৭টি সরকারি মেডিকেল কলেজে প্রতি বছর ভর্তির সুযোগ পান মাত্র আসন সীমিত হওয়ায় বহু মেধাবী সরকারি মেডিকেলে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হন। এ কারণে নতুন আর এক হাজার ৩০ আসনের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, প্রতিটি সরকারি মেডিকেল কলেজে আসন বেড়েছে ২০-৬০টি পর্যন্ত। এর মধ্যে সবচেয়ে বেশি আসন বেড়েছে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে ৬০টি। এ ছাড়া মানিকগঞ্জের কর্নেল মালেক ৫০টি ও শেখ হাসিনা মেডিকেল কলেজে ৬০টি করে, শহীদ মনসুর আলী মেডিকেলে ৩৫টি, সাতক্ষীরা মেডিকেলে ৩৫টি ও সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে ৩৫টি আসন বেড়েছে।
এবার ভর্তি পরীক্ষায় অটোমেশন পদ্ধতি চালু হওয়ায় পরীক্ষা শেষে কোনো তদবির করা ছাড়াই উপযুক্ত মেধাবী প্রার্থীরা এ বছর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে সহজে ভর্তির সুযোগ পাবেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
এখন থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশ নেওয়া শিক্ষার্থীদের ১০ নম্বর কাটার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ভা
সভার সিদ্ধান্ত অনুযায়ী, দ্বিতীয়বার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে যারা ইতোমধ্যে বিভিন্ন সরকারি মেডিকেল বা ডেন্টালে ভর্তি রয়েছেন, তাদের ১০ মার্ক কাটা যাবে। আগের বছরও এ ধরনের পরীক্ষার্থীদের ৮ নম্বর কাটা যেত। আর যারা কোন সরকারি মেডিকেল বা ডেন্টালে ভর্তি নেই তাদের আগের মতই ৫ নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সমতা আনার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি আরও জানান, আগামী শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা ৮ মার্চ অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৪ জানুয়ারি—
ভর্তি পরীক্ষার আবেদনের সময় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য বিদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন আগামী ৪ জানুয়ারি থেকেই। দেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ১০ জানুয়ারি থেকে। ২৩ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন। ভর্তির জন্য ফি জমা নেওয়া হবে ২৪ জানুয়ারি থেকে। রোল বা আসন বরাদ্দ করা হবে ২৬ জানুয়ারি থেকে। পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হবে ৫ জানুয়ারি।
জাহিদ মালেক বলেন, এমবিবিএস ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ৯ জানুয়ারি থেকে সব মেডিকেল কোচিং বন্ধ থাকবে। এ ছাড়া ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ মার্চ অনুষ্ঠিত হবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।