এফসিপিএস পার্ট-১ পরীক্ষার ফল প্রকাশ, ১৪ শতাংশ পাসের হার

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস পার্ট-১ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে দেখা গেছে, পরীক্ষার্থীদের মধ্যে এবার পাসের হার ১৪ শতাংশ।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে বিসিপিএসের ওয়েবসাইটে এফসিপিএস প্রথম পর্বের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

ফলাফল প্রসঙ্গে বিসিপিএসের সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল বলেন, এবারের এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় ১১ হাজারের অধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাস করেছে ১ হাজার ৪৯৯ জন। পাসের হার ১৪ শতাংশ। শিক্ষার্থীরা বিসিপিএস’র ওয়েবসাইটে রোল নম্বর দিয়ে প্রবেশ করে নিজ নিজ ফলাফল দেখতে পারবে।

এর আগে গত ৩ জানুয়ারি শুরু হয়ে আজ (৫ জানুয়ারি) এ পরীক্ষা শেষ হয়।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com